বাবা হারিয়েছেন সোলসের অন্যতম সদস্য ও জনপ্রিয় গায়ক পার্থ বড়ুয়া । মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে ১টা ১৫ মিনিটের দিকে তার বাবা বিমল কান্তি বড়ুয়া পরলোকগমন করেন।
বিমল কান্তি বড়ুয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে ও পার্থর ছোট ভাই দীপন বড়ুয়া। তিনি জানান, ঢাকার বাসাতেই মারা গেছেন বিমল কান্তি বড়ুয়া। তার মরদেহ বর্তমানে বারডেমের হিমঘরে রাখা আছে।
পার্থ বড়ুয়ার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইছামতী গ্রামে। বিমল কান্তি বড়ুয়ার অন্ত্যেষ্টিক্রিয়া সেখানেই সম্পন্ন হবে বলে জানা গেছে।
মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটার ফলাফল স্থগিত। ছবি: সংগৃহীত
মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের ফলাফল স্থগিত করা হয়েছে। সোমবার (২০ জনুয়ারি) সন্ধ্যায় এই ফলাফল স্থগিত করা হয়। আগামীকালের মধ্যে কোটার সনদ পাঠাতে হবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে।
এর আগে রোববার ( ১৯ জানুয়ারি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে ৫ হাজার ৩৭২ জন নির্বাচিত হয়, যাদের মধ্যে কোটায় ১৯৩ জন নির্বাচিত হয়।
কম নম্বর পেয়েও ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন-এমন যুক্তি দিয়ে সমালোচনা করছেন কেউ কেউ। প্রকাশিত ফলকে ‘বৈষম্যমূলক’ দাবি করে রোববার রাতেই কেন্দ্রীয় শহিদ মিনারে বিক্ষোভ দেখান ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজের একদল শিক্ষার্থী। তারা ফল বাতিলের দাবিও তোলেন।
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা মারা গেছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। দাবি করা হচ্ছে, দুবাইতে মাশরাফি গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন।
ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, মাশরাফি বিন মোর্ত্তজার মারা যাওয়ার দাবিটি সঠিক নয় বরং কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে দেশীয় ও আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে মাশরাফির দুবাইয়ে অবস্থান বা তার মৃত্যুর দাবি সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন পরবর্তী সময়ে আর জনসমক্ষে দেখা যায়নি দলটির সাবেক সংসদ সদস্য মাশরাফিকে। তবে চলমান বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে মাঠে নামার কথা ছিল তার। কিন্তু ফিটনেসের অভাবে এখনো তা সম্ভব হচ্ছে না বলে গণমাধ্যমে জানিয়েছেন সিলেট স্ট্রাইকারস কোচ মাহমুদ ইমন।
বিপিএল শুরুর আগে মাশরাফিকে নিয়ে সিলেট কোচ বলছিলেন, ‘সে এখনও আমাদের স্কোয়াডে আছে। কারণ এই দলের ওতপ্রোত অংশ হচ্ছে মাশরাফি। পরিস্থিতির ওপর নির্ভর করছে (তার খেলার বিষয়), ও কী অনুভব করছে এবং ফিটনেসের অবস্থা কী এসবও বিবেচনায় থাকছে। সে যদি খেলার পর্যায়ে থাকে বা পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে অবশ্যই খেলবে।’
তার সঙ্গে ফ্র্যাঞ্চাইজির কেমন কথাবার্তা হয়েছে– এমন প্রশ্নে সিলেট স্ট্রাইকার্সের কোচ ইমন বলছিলেন, ‘কথাবার্তা চলছে। কিন্তু পরিস্থিতির ওপর নির্ভর করছে সব। তার ফিটনেসের অবস্থা নিয়ে কথাবার্তা হচ্ছে। প্রস্তুতিটাও গুরুত্বপূর্ণ।’
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রিজেন্ট পার্কে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৬ জন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীকে আটক করেছে স্থানীয় বাসিন্দারা। রোববার (১৯ জানুয়ারি) দুপুরে সিলাম এলাকায় অবস্থিত এই পার্ক ঘিরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা পার্কে ভাঙচুর চালায় এবং কয়েকটি কক্ষে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পার্কটি উদ্বোধনের পর থেকেই অসামাজিক কার্যকলাপের কেন্দ্রস্থল হয়ে ওঠে। নামকরণে এটি পার্ক হলেও বিভিন্ন বয়সী তরুণ-তরুণীরা এখানে কক্ষ ভাড়া নিয়ে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হন। ঘটনার দিন স্থানীয়রা কক্ষগুলোতে অভিযান চালিয়ে ১৬ জন ছাত্র-ছাত্রীকে আটক করেন।
পরবর্তীতে আটজনকে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয় এবং বাকি আটজনকে স্থানীয় মুরব্বিদের উপস্থিতিতে বিয়ে দেওয়া হয়। সিলাম ইউনিয়নের কাজী আব্দুল বারী নিশ্চিত করেছেন, চার যুগলকে বিভিন্ন পরিমাণ দেনমোহর নির্ধারণ করে বিয়ে দেওয়া হয়েছে। তাদের মধ্যে তিনজনের দেনমোহর ছিল ১০ লাখ টাকা এবং একজনের ছিল ১২ লাখ টাকা।
এই ঘটনার খবর দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হন। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ-সভাপতি তাজুল ইসলাম তাজুল, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি আবেদ রাজা, এবং অন্য নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি শান্ত করেন।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও স্থানীয় মুরব্বিরা শিক্ষার্থীদের অভিভাবকদের জিম্মায় দেন। তবে বিয়ের বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।