শফি মণ্ডল ও চন্দনা মজুমদারের ‘নয়া মানুষ’
সদ্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া চন্দনা মজুমদার ও জনপ্রিয় কন্ঠশিল্পী শফি মণ্ডল গাইলেন এবার ‘নয়া মানুষ’ সিনেমার টাইটেল গান। রণক ইকরামের কথায় গানটি সুর করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার প্লাবন কোরেশী। সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু।
আ মা ম হাসানুজ্জামােনর বেদনার বালুচর গল্প অবলম্বনে মাসুম রেজা’র চিত্রনাট্যে, কমল চন্দ্র দাসের চিত্রগ্রহণে সিনেমাটি নির্মাণ করছেন সোহেল রানা বয়াতি।
এতে অভিনয় করছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চোধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি ও শিশু শিল্পী উষশী।
গানটি সম্পর্কে চন্দনা মজুমদার বলেন, ‘সিনেমার গল্প চমকে ওঠার মতো। গানের কথায় যে আবেদন আছে, আশা করি গানটি সবার ভালো লাগবে।’
শফি মণ্ডল বলেন, ‘দারুণ একটা গান হয়েছে। খুব কম গান হৃদয় ছুঁয়ে যায়। এই গানটি সেই তালিকায় থাকবে।’ ‘নয়া মানুষ’ চলচ্চিত্রটি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর ওপর নির্মিত হচ্ছে।
এই সিনেমার কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে পরিচালক সোহেল রানা বয়াতি।
গীতিকবি রণক ইকরাম বলেন, ‘আমি চেষ্টা করেছি সিনেমার গল্পের সঙ্গে মিল রেখে গানটি লেখার। কথা সঙ্গে মিল রেখে গানটির সুর ও সংগীত ও গায়কী দারুন হয়েছে। আমার বিশ্বাস শ্রোতারা একটি ভালো গান পাবে।’
এএম/এমএমএ/