গুরু শিষ্যের গান
সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের সঙ্গে ইমরানের সম্পর্কের সময়কাল একযুগ। হাবিবকে মনে প্রাণে গুরু মানেন তিনি। ইমরানকেও শিষ্যের মতো ভালোবাসা দেন হাবিব। এবার গুরু হাবিব ওয়াহিদ প্রথমবারের মতো গাইলেন শিষ্যের সুর-সংগীতে।
খবরটি নিজেই জানিয়েছেন ইমরান। তিনি বলেন, ‘যার সুর ও মিউজিক শুনে মিউজিক করার আগ্রহ ও অনুপ্রেরণা পেয়েছি, সেই মানুষের জন্য আজ গান করতে পারা আমার জন্য সত্যি অনেক সৌভাগ্যের। আমার ১৪ বছরের মিউজিক ক্যারিয়ারের অন্যতম সাফল্য এটি। মনে হচ্ছে মিউজিক করা সার্থক হলো এতদিনে। বস যে আমার ওপর আস্থা রেখেছেন এতেই আমি ধন্য।’
ইমরান আরও বলেন, ‘একজন হাবিব ওয়াহিদ আমার জন্য বিশাল কিছু। ২০১০-এর দিকে আমি সেই যাত্রাবাড়ী কোনাপাড়া থেকে বসের জিংগেল গাওয়ার জন্য, বসকে কাছ থেকে দেখার জন্য, তার কাছ থেকে একটুখানি শেখার জন্য ছুটে যেতাম তার স্টুডিওতে। আজকে ১২ বছর পর তার জন্য সুর ও সংগীত করতে পেরেছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। অনেক কিছু বলতে ইচ্ছে করছে, আমি আবেগে আপ্লুত; তাই ভাষা হারিয়ে ফেলছি আনন্দে। শুধু এটুকু বলতে চাই, এটি আমার জন্য শুধু একটি গান না, অনেক বড় আবেগ।’
হাবিব ওয়াহিদ বরাবরই নিজের সুর-সংগীতে গান করেন। তবে ক্যারিয়ারের দুই দশক পেরিয়ে সাম্প্রতিক সময়ে অন্যের সুরও তুলে নিচ্ছেন নিজের গলায়। অন্যের সুরে এটা হাবিবের চতুর্থ গান।
গানটির নাম ‘বোকামন’। এটি লিখেছেন রজত। গানটি ভিডিও আকারে প্রকাশ হবে শিগগিরই।
এএম/এসএন