এক দিনে দুই বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র মুক্তি পাচ্ছে আজ
ছবি: সংগ্রহ
দুটিই মুক্তিযুদ্ধের চলচ্চিত্র, দুটিই বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র। দুটিই সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র। দুটিই কাকতালীয়ভাবে মুক্তি পাচ্ছে একই দিনে। আজ শুক্রবার (১০ ডিসেম্বর) মুক্তি পাচ্ছে ‘কালবেলা’ ও ‘লাল মোরগের ঝুঁটি’। সিনেমা দুটি ঢাকা ও ঢাকার বাইরে বেশ কিছু প্রেক্ষাগৃহে দেখা যাবে আজ থেকেই।
বরেণ্য নির্মাতা সাইদুল আনাম টুটুলের স্বপ্নের ছবি ‘কালবেলা’। মুক্তিযুদ্ধ নিয়ে এই ছবিটি নিজের মতো করে নির্মাণ করতে চেয়েছিলেন তিনি। সব ঠিক ছিল, ২০১৮ সালে শুটিং শুরু করে প্রায় শেষও করেছিলেন। কিন্তু পুরো ছবি সম্পূর্ণ করার আগেই মারা যান এই গুণী নির্মাতা। তাই বলে কি নির্মাতার স্বপ্নের কাজটি থেমে যাবে, আলোর মুখ দেখবে না? তা কি হয়? না, তেমনটা হতে দেয়নি তার পরিবার। সেই সঙ্গে যারা তার সঙ্গে নিয়মিত কাজ করেছেন, সবার সহায়তায় শেষ হয়েছে ‘কালবেলা’ চলচ্চিত্রের সমস্ত কাজ।
শুক্রবার থেকে তিনটি প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘কালবেলা’। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের মূল শাখা (বসুন্ধরা সিটি), যমুনা ব্লকবাস্টার ও চট্টগ্রামের সিলভার স্ক্রিনে দর্শক ছবিটি দেখতে পারবে।
২০১৭-১৮ অর্থবছরের সরকারি অনুদানের ছবি ‘কালবেলা’। ছবির গল্প ২০০১ সালে আইন ও সালিশ কেন্দ্র কর্তৃক প্রকাশিত নারীর ৭১ ও যুদ্ধপরবর্তী কথ্যকাহিনি থেকে নেয়া। চলচ্চিত্রটির প্রধান দুই চরিত্র মতিন ও সানজিদা। মতিন চরিত্রে অভিনয় করেছেন শিশির আহমেদ আর সানজিদা চরিত্রে তাহমিনা অথৈ। অন্যান্য চরিত্রে রয়েছেন মাসুম বাশার, মিলি বাশার, জয়ন্ত চট্টোপাধ্যায়, লুৎফর রহমান জর্জ, শেখ মাহবুবুর রহমান, সায়কা আহমেদ, জুলফিকার চঞ্চল, কোহিনুর আলম, তানভীর মাসুদ ও আরও অনেকে। পরিচালকের নিজস্ব প্রযোজনা সংস্থা ‘আকার’ থেকে ছবিটি নির্মিত হয়েছে।
২০১৪-১৫ অর্থবছরে সরকারের চলচ্চিত্র অনুদান পেয়েছিল ‘লাল মোরগের ঝুঁটি’। ২০১৬ সালে শুরু হয়েছিল শুটিং। মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত সিনেমাটির সব কাজ শেষ হয় ২০২০ সালের নভেম্বরে।
নূরুল আলম আতিকের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় কুষ্টিয়া, টাঙ্গাইল ও গৌরিপুরের বিভিন্ন জায়গায় এই চলচ্চিত্রের শুটিং হয়।
নূরুল আলম আতিক বলেন, ‘পাকিস্তান সেনাবাহিনীর উপস্থিতিতে জনপদে ঘটে যাওয়া কাহিনী নিয়ে নির্মিত হয়েছে এ সিনেমাটি। আমাদের সিনেমায় মুক্তিযুদ্ধ একরৈখিকভাবে উপস্থাপিত হয়, এর বাইরেও অসংখ্য প্রেক্ষাপট রয়েছে, এটি তেমনই এক প্রচেষ্টা।’
‘লাল মোরগের ঝুঁটি’তে অভিনয় করেছেন লায়লা হাসান, আহমেদ রুবেল, আশনা হাবিব ভাবনা, দিলরুবা দোয়েল, স্বাগতা, অশোক ব্যাপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পী সরকার অপু, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি প্রমুখ।
‘লাল মোরগের ঝুঁটি’ স্টার সিনেপ্লেক্সের চার শাখা, যমুনা ব্লগবাস্টার সিনেমাসসহ নারায়নগঞ্জের সিনেমাস্কোপ ও খুলনার লিভার্টি হলগুলোতে মুক্তি পাচ্ছে ছবিটি।