জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ সংগীত পরিচালক নিয়ে আইনি নোটিশ
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ২০২০ সালের জন্য বেলাল খানকে শ্রেষ্ঠ সংগীত পরিচালক ঘোষণা করেছে তথ্য মন্ত্রণালয়। এ বিষয়ে প্রজ্ঞাপনও জারি করেছে তথ্য মন্ত্রণালয়।
এ তথ্য সংশোধন করতে তথ্য সচিবকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বেলাল খানের পরিবর্তে সেটি সংশোধন করে মো. আশিকুর রহমানকে (এম এ রহমান) শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে ঘোষণা করে প্রকৃত সত্য তথ্য প্রকাশ করতে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরকে বলা হয়েছে আইনি নোটিশে।
রবিবার (২০ ফেব্রুয়ারি) মো. আশিকুর রহমানের (এম এ রহমান) পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন শরীফ লিগ্যাল নোটিশ পাঠান। লিগ্যাল নোটিশ পাঠানোর বিষয়টি ঢাকাপ্রকাশকে নিশ্চত করেন আইনজীবী নিজেই।
আইনজীবী জানান, এর আগে ঘোষণা করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০। চলচ্চিত্র শিল্পের গৌরবোজ্জ্বল ঐতিহ্য বিবেচনায় এ বছর নানা শাখায় ২৯ জনকে এ পুরস্কার প্রদান করা হবে বলে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে তথ্য মন্ত্রণালয়।
নোটিশে বলা হয়েছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০-এ যাকে শ্রেষ্ঠ সংগীত পরিচালক করা হয়েছে, উনি সংগীতের বাদ্যন্ত্রের বিষয়ে কোনো ধারণা রাখেন না। তারপরও তাকে শ্রেষ্ঠ সংগীত পরিচালক ঘোষণা করায় তথ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সচিবের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
আজ রবিবার থেকে আগামী তিন কার্যদিবসের মধ্যে এ বিষয়ে কোনো ব্যবস্থা না নেওয়া হলে আদালতে রিট করা হবে বলে জানান মো. আশিকুর রহমানের আইনজীবী।
এএম/এসএ/