শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

‌‘বাল শিবাজি’ নামে শিবাজিকে নিয়ে ঐতিহাসিক ছবি হবে

মুম্বাই, ১৯ ফেব্রুয়ারি, পিটিআই : ছত্রপতি শিবাজি মহারাজের গড়ে ওঠার দিনগুলো নিয়ে একটি ছবির কাজ হচ্ছে। নির্মাতারা ঘোষণা করেছেন, ভারতবর্ষের মারাঠিদের সম্রাজ্যের প্রতিষ্ঠাতার জন্মবাষিকীতে শনিবার ১৮ ফেব্রুয়ারি। আমাদের দেশে আজকে তার জন্ম। ১৯ ফেব্রুয়ারি ক্যালেন্ডারে জন্মেছেন ১৬৩০ সালে শিবাজি। মারাঠিদের কাছে তিনি পরম পূজনীয়-‘শিভাজি’ গোত্রের ছেলে।

শিবাজি আদিল শাহী সালতানাত নামে বিজাপুরে পতনশীল রাজবংশের কাছ থেকে একটি ছিটমহল দখল করেন। সেখান থেকেই সৃষ্টি হয়েছে মারাঠা রাজ্য। ১৬৭৪ সালে মারা যাওয়ার ছয় বছর আগে তিনি তার মহারাষ্ট্র প্রদেশের রায়ঘাট দুর্গে রাজত্বের স্বীকৃতি হিসেবে আনুষ্ঠানিকভাবে ‘ছত্রপতি’ উপাধি গ্রহণ করেন। ইতিহাস বিখ্যাত এই যোদ্ধা রাজা একই সঙ্গে প্রবল প্রতাপশালী মোঘল রাজবংশকে সহযোগিতা ও বিরুদ্ধাচারণ করে গিয়েছেন। তিনি সেভাবে যুদ্ধে নেমেছেন গোলকোন্ডা সালতানাত (আজকের তেলেঙ্গানা রাজ্য) ও আদিল শাহীদের বিজাপুরের বিপক্ষে এবং ইউরোপীয় ঔপনিবেশিকদের বিপক্ষে। মারাঠাদের জাতিগত আলাদা উত্তাপে তার সেনাবাহিনী দুর্গ ও ভবনগুলো দখল করে নিজেদের শক্তি বাড়িয়েছে। তিনি পাথরের দুর্গও বানিয়েছেন। এমনকি একটি নৌবাহিনীও তিনি গড়ে তুলেছিলেন। ভারতবর্ষের ইতিহাসে যোদ্ধা জাতি মারাঠিরা তাদের প্রথম সেনানায়ক ও সবচেয়ে সেরা নেতা-শিবাজিকে এই কারণেও মনে রাখেন, তিনি একটি দক্ষ ও যোগ্য সুশীল সমাজ পরিচালনার নিয়মাবলী গড়ে দিয়েছিলেন, সেভাবে ভালোভাবে পরিচালনা করেছিলেন আগামী দিনেও কার্যকর প্রশাসনিক প্রতিষ্ঠানগুলো। সনাতন ভারতীয় রাজনৈতিক রীতি, নীতিগুলোকে তিনি সংস্কার করেছিলেন, বিচারের চিরাচরিত নিয়মও। তিনি মারাঠি এবং সংস্কত ভাষাগুলোর ব্যবহারবিধিকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন। মারাঠি ভাষাকে তিনি ‘পাসিয়ান’ ভাষা হিসেবে আদালতে ব্যবহারের স্থানে বসিয়েছিলেন। মৃত্যুর প্রায় ২শ বছর পর এখন অনেক ভারতীয় হিন্দু মনে করছেন, তিনি তাদের নেতা। ভারতের স্বাধীনতা আন্দোলনে একজন প্রধান ব্যক্তিত্ব হিসেবে গবেষণায় এসেছেন।

তাকে নিয়ে মুম্বাইতে শুরু হওয়া ছবিটির নাম হবে ‘বাল শিবাজি’। বানানো হবে ‘ইরোস ইন্টারন্যাশনাল’ (এটি ভারতের অন্যতম প্রধান চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান; অর্জুন লুলা ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত করেন), আনন্দ পন্ডিত মোশন পিকচাস (এটি তরুণ আনন্দ পন্ডিতের বলিউডের একটি চলচ্চিত্র পরিচালনা ও পরিবেশনা প্রতিষ্ঠান এবং রিয়েল স্টেট ব্যবসা আছে তার। তার স্ত্রী প্রযোজক হবেন), ১৯৬৬ সালে জন্ম নেওয়া ভারতের একজন চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, চিত্রনাট্যকার ও প্রযোজক রাভি জাদভ-তিনি ২০০৯ সালে ‘ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ফর বেস্ট ন্যাশনাল ফিল্ম ইন মারাঠি’ পুরস্কার লাভ করেন; তার ‘রাভি জাদভ ফিল্মস’ ও যুক্তরাষ্ট্রের ‘লিজেন্ড স্টুডিওজ’ মিলে।

তারা জানিয়েছেন, বড় বাজেটের এই ছবিটি শিবাজিকে তারা বীর, সমর নায়ক ও নেতা হিসেবে তুলে ধরবেন। আরো জানিয়েছেন, শিবাজিকে তারা গড়ে দেওয়ার সময় ১২ থেকে ১৬ বছরের মধ্যে শুরু করবেন, যেটি তার শিবাজি হওয়ার ভিত্তি।

ছবিটি পরিচালনা করবেন রাভি, তার সেই জাতীয় পুরস্কার জয়ী ছবিটির নাম ‘নটরঙ’; এটি মারাঠিদের ‘রজত কামাল অ্যাওয়ার্ড’ও লাভ করেছে। জি গৌরবের অনেকগুলো পুরস্কার জিতেছে। তার আরেকটি ছবি ‘বালগন্ধর্ভ’ বিখ্যাত মারাঠি গায়ক ও অভিনেতা বালগন্ধর্ভের জীবনের ভিত্তিতে বানানো। এই ছবিটিও বক্স অফিসে সুপারহিট হয়েছে।

পরিচালক জানিয়েছেন, টানা আট বছর তিনি শিবাজির জীবনের সত্যিকারের কাহিনী নিয়ে সেগুলো সিনেমার উপযোগী করতে গবেষণা করেছেন।

কীভাবে শুরু হলো সেই চমকপ্রদ গল্পও বলেছেন, ‘সন্দীপের এই বীরের গল্পটির গুরুত্ব ও মমার্থ বোঝার সঙ্গে সঙ্গে কাজ শুরু করেছি। ভারতকে শাসন করা সবচেয়ে মহৎ রাজাদের একজনের মহিমাকীর্তন করা হবে সবকিছুর ওপর। অবশ্যই সারা বিশ্বের আগামী দিনের নায়কদের জন্য একটি উদ্দীপনামূলক ছবি হবে এটি।’

লিজেন্ড স্টুডিওজের মালিক কমল সিং বলেছেন, তিনি সবসময়ই একটি ঐতিহাসিক প্রকল্পের মালিক হতে চেয়েছেন। ছবিটি তাকে সঠিক সুযোগ লাভ করিয়ে দিয়েছে। আরো জানিয়েছেন, ‘যখন রাভি আমাকে এই প্রকল্পে থাকতে অনুরোধ করলেন, সেটি আমার জন্য দ্রুত কাজ করলো।’ শেষে বলেছেন, ‘ছত্রপতি শিবাজির মতো দেবতাসদৃশ্য মানুষকে নিয়ে একটি ছবি বানানো একটি সম্মান।’

তিনি পি.এম. নরেন্দ্র মোদি (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) ও সরবজিৎ সিং-এর মতো ছবিগুওলোর নেপথ্যের মানুষ। সরবজিতকে পাকিস্তান মনজিৎ সিং রাটু নামে অভিহিত করে সন্ত্রাসবাদ ও গোয়েন্দাবৃত্তির অভিযোগে অভিযুক্ত করেছে। পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাকে লাহোর ও ফয়সালাবাদে কয়েকটি বোমা হামলার দায়ে বিচার করেছে। তাদের হামলায় মোট ১৪ জন পথচারী ও আশপাশের মানুষ নিহত হয়েছেন। তবে বোমা হামলার তিন মাস পর ভারত এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তিনি একজন নিরীহ কৃষক, সীমান্তের পাশে বাড়ি, তখন পাকিস্তানে অবস্থান করছিলেন। তাকে মৃত্যুদন্ডের আদেশ দেওয়া হলেও পাকিস্তান সরকার ১৯৯১ সালে স্থগিত করে। তবে কয়েকজন আসামীর হামলায় তিনি আহত হন ও লাহোরের জিন্নাহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০১৩ সালের ২ মে মারা যান।

‘বাল শিবাজি’ ছবিটির কাজ শুরু হবে জুনে।

ওএস।

Header Ad

জুটি বাধলেন মিঠুন চক্রবর্তী-আফসানা মিমি

ছবি: সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর সাথে এবার জুটি বাধলেন বাংলাদেশের তারকা অভিনেত্রী আফসানা মিমি। বিপ্লবী দীনেশ গুপ্তর জীবনকাহিনি নিয়ে এই সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মানসমুকুল পাল।

জানা গেছে, হুমায়ূন আহমেদের একটি উপন্যাসকে কেন্দ্র করে সিনেমা বানাবেন নির্মাতা মানসমুকুল পাল। আগামীতে সেই সিনেমাতেই দেখা যাবে মিঠুনকে। শোনা যাচ্ছে, অভিনেতার বিপরীতে দেখা যেতে পারে বাংলাদেশি অভিনেত্রী আফসানা মিমিকে। যদিও নিশ্চিত করে কিছু জানাননি নির্মাতা। তবে ভারতের জাতীয় পুরস্কারজয়ী এই পরিচালক চিত্রনাট্য লেখার আগে বাংলাদেশ ভ্রমণ করবেন।

মূলত সিনেমার চিত্রনাট্য লেখার আগে হুমায়ূন আহমেদের উপন্যাসে থাকা জায়গাগুলো নিজে ঘুরে দেখতে চান মানসমুকুল। ভারতীয় গণমাধ্যমে এ প্রসঙ্গে নির্মাতা বলেন, হুমায়ূন আহমেদের যে উপন্যাস অবলম্বনে চিত্রনাট্য লেখা শুরু করছি তাতে বাংলাদেশের একাধিক জায়গার উল্লেখ রয়েছে।

তাই ঢাকা, কিশোরগঞ্জসহ অন্যান্য জায়গায় যাওয়ার কথা আছে। সেই জায়গাগুলো নিজে দেখলে উপলব্ধি থাকবে, আর তাতে চিত্রনাট্য লেখার কাজও সহজ হবে।

শুধু জায়গা পরিদর্শন নয়, বাংলাদেশে এসে অভিনেত্রী আফসানা মিমির সঙ্গেও দেখা করবেন মানসমুকুল। তিনি এ-ও জানান, সিনেমার অধিকাংশ শুটিং বাংলাদেশে হবে। কিন্তু এখনই নয়। বর্তমানে মানসমুকুলের হাতে ৩টি সিনেমার কাজ রয়েছে। সেসব চলচ্চিত্র শেষ করে তবেই তিনি এই সিনেমার কাজ শুরু করবেন।

Header Ad

দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই : তারেক রহমান

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তারেক রহমান বলেন, সব রাজনৈতিক দল মিলে আমরা এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছি। দেশের মানুষের হাতে ক্ষমতা ফিরে যেতে নির্বাচন প্রয়োজন।

তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য আরও ২ বছর আগে সংস্কারের প্রস্তাব ৩১ দফা দিয়েছি আমরা। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। একজন শুরু করবে, আরেকজন টেনে নিয়ে যাবে। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ও সত্যিকারের নির্বাচন আয়োজন করতে পারলে, জনগণ তবেই জনপ্রতিনিধি বাছাই করতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

নির্বাচন সম্পর্কে তিনি বলেন, অনেকের মনে প্রশ্ন আমরা কেন বারবার নির্বাচনের কথা বলছি। আমরা বিশ্বাস করি, অন্তর্বর্তী সরকার একটি নির্বাচন আয়োজন করতে পারবে। এর ফলে সংসদের যারা জনপ্রতিনিধি বাছাই হয়ে আসবে, তারা সংসদে বসে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারবে, কীভাবে দেশের প্রত্যেকটি সেক্টরের সমস্যা সমাধান করা যায়। সকল সংস্কার বাস্তবায়ন সম্ভব প্রকৃত ও সত্যিকারের একটি নির্বাচনের মাধ্যমে।

নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, দায়িত্ব নিতে হলে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দায়িত্বশীল ভূমিকা পালন করতে আশপাশের মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে। যদি এই প্রত্যাশা পূরণ করতে পারা যায়, তবেই মানুষ আপনাদের দায়িত্ব দিবে, অন্যথায় দ্বিতীয়বার ভাববে।

এর আগে শনিবার সকাল সাড়ে ১০টায় সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবুর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপি খুলনা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল প্রমুখ।

Header Ad

২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের আশঙ্কা

ফাইল ছবি

আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হবে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (২৩ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে

রোববার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

সোমবার (২৫ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী পাঁচদিনে আবহাওয়া পরিস্থিতি উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

Header Ad

সর্বশেষ সংবাদ

জুটি বাধলেন মিঠুন চক্রবর্তী-আফসানা মিমি
দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই : তারেক রহমান
২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের আশঙ্কা
অক্টোবরে সড়কে প্রাণ গেছে ৪৭৫ জনের
গায়ানায় দলের সঙ্গে যোগ দিলেন সাকিব
আইপিএল নিলামের আগেই নিষিদ্ধ হলেন ভারতের ২ ক্রিকেটার
গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু
কবে বিয়ে করবেন জানালেন তামান্না ভাটিয়া
পঞ্চগড়ে ৫০০ টাকায় সন্তান বিক্রি, অতঃপর যা ঘটল...
অ্যান্টিগায় প্রথম দিন শেষে স্বস্তিতে টাইগাররা
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পরীমণির প্রথম স্বামী
বিচারের আগে আ.লীগের মাঠে থাকার সুযোগ নেই: উপদেষ্টা নাহিদ
মাকে হত্যার পর থানায় হাজির ছেলে
৮ ক্রিকেটারসহ ৯ জনকে নিষিদ্ধ করলো বিসিবি
উপদেষ্টাদের যাচ্ছেতাই কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না: রিজভী
ভিসা কবে উন্মুক্ত করবে সেটা ভারতের নিজস্ব ব্যাপার: হাসান আরিফ
জুরাইন রেলক্রসিং ছাড়লেন রিকশাচালকরা, ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
সাফজয়ী নারী ফুটবলার আইরিনকে নওগাঁয় সংবর্ধনা
বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে পাকিস্তান