১৬ থেকে ২০ মার্চ ‘মমি’তে থাকবে কামারের ‘অন্যদিন’
বাংলাদেশের অন্যতম প্রধান বিকল্প ধারার পরিচালক ও নির্মাতা কামার আহমেদ সাইমনের নতুন ছবি ‘অন্যদিন’। ছবিটি এবারের ‘মিউজিয়াম অব দি মুভিং ইমেজ’-এ দেখানো হবে উদ্বোধনী আসরে। মার্চের ১৬ তারিখ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মমি নামের বিখ্যাত এই উৎসবটি হবে।
তাতে প্রথম ছবিটি থাকবে ‘মুরিনা’। এবারের কানে ‘ক্যামেরা দ্য’ পুরস্কারটি জয় করেছে। চলচ্চিত্র উৎসবের শুরু করা সিনেমাটির নির্বাহি প্রযোজক বিশ্বখ্যাত আমেরিকান চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার মাটিন স্করসিস। ৭৯ বছরের গুণী চলচ্চিত্র ব্যক্তিত্বকে দুনিয়ার সবাই চেনেন। নয়বার অস্কারের জন্য মনোনীত হয়ে একবার লাভ করেছেন ‘অ্যাকাডেমি অ্যাওয়ার্ড-দুনিয়ার সবচেয়ে বড় চলচ্চিত্র পুরস্কার। হয়েছেন ‘অস্কারজয়ী সেরা চলচ্চিত্র পরিচালক’।
চারবার স্করসিস জয় করেছেন ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড, হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের দেওয়া গোল্ডেন গ্লোব জয় করেছেন তিনটি, ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা অ্যাওয়ার্ড আছে তার দুটি। তার ছবিগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে রেজিষ্ট্রিভুক্ত।
আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে আলোচিত বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক কামার আহমেদ সাইমন। ‘শুনতে কি পাও’র পর তিনি বানিয়েছেন জলত্রয়ী সিরিজের এই দ্বিতীয় ছবি ‘অন্যদিন’। ছবিটির চিত্রনাট্য তাকে ২০১৬ সালে ইতালির বিখ্যাত ‘পিয়াৎজা গ্রান্দা’র ‘রেড কার্পেট ডিরেক্টর’ সম্মাননাটি লাভ করিয়েছে। সে বছর তিনি জয় করেছেন লোকার্নোর ওপেন ডোরস’র সেরা পুরস্কার ও ইউরোপের আরেকটি সম্মানজনক ‘আর্তে কিনো ইন্টারন্যাশনাল প্রাইজ’ সংক্ষেপে আর্তে।
এতগুলো সম্মানজনক পুরস্কার লাভ করার পর চিত্রনাট্যটি কান উৎসবের ‘লা এতেলিয়ার’-এ তিনি আমন্ত্রণ লাভ করেছেন। সেখানে কোনো নির্মাতার আবেদনের সুযোগ নেই, কানের আয়োজকরা গুণী নিমাতাদের আমন্ত্রণ জানান।
স্কিন ডেইলি বলেছে, ‘অন্যদিন মনোমুগ্ধকর, অসম্ভব নিমগ্ন ছবি।’ ভ্যারাইটি ম্যাগাজিন পরপর দুইবার একটি সপ্তাহেই ফিচার লিখেছে অন্যদিন নিয়ে।
২০ মার্চ মমি'র ফার্স্ট লুকের শেষ ছবি হবে লোকার্নো ফিল্ম ফেষ্টিভ্যালের ‘গ্রান্ড প্রাইজ’ জয় করা পোল্যান্ডের সিনেমা ‘ব্যালকনি’।
ওএস।
ছবির ক্যাপশন : অন্যদিনের অসাধারণ পোস্টার ও মমি’র কিউরেটর এরিক হাইন্স সিনেমা নিয়ে কামার আহমেদ সাইমনের সঙ্গে আলাপ করছেন আমেরস্টামডামের পাতেই তুসিনিস্ককি চলচ্চিত্র উৎসবে (কামার বামে আছেন)।