৭ বছর পর রিয়াজুল রিজুর ‘প্রেমের কবিতা’
নির্মাতা রিয়াজুল রিজু ২০১৫ সালে প্রথম সিনেমা ‘বাপজানের বায়স্কোপ’ নির্মাণ করে সাড়া ফেলে দিয়েছিলেন। এ সিনেমা আটটি বিভাগে পেয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
এরপর আর কোনো সিনেমা নির্মানে দেখা যায়নি তাকে। এবার দীর্ঘ বিরতি ভাঙলেন তিনি। সাত বছর পর নতুন সিনেমা নিয়ে ফিরছেন রিয়াজুল রিজু। তার দ্বিতীয় সিনেমার নাম ‘প্রেমের কবিতা’। নেত্রকোনার বিরিশিরির মনোরম লোকেশনে এর শুটিং শেষ করছে। বিষয়টি ঢাকাপ্রকাশকে জানিয়েছেন পরিচালক নিজেই।
এর কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রিয়াজুল রিজু। এতে অভিনয় করেছেন নাইরুজ সিফাত, সাঈদ বাবু, মেহেদী আকাশ, শেলী আহসান, নবাগত ফারদিন ও আঁখি প্রমুখ।
এ সম্পর্কে পরিচালক রিয়াজুল রিজু বলেন, ‘গ্রামাঞ্চলের একটা ঐতিহ্য আছে কোনো খেলা নিয়ে প্রতিযোগিতায় খাসি (ছাগল) উপহার হিসেবে রাখা হয়। খেলা শেষে জয়ী এবং পরাজিত দলের সদস্যরা মিলে সেই খাসি জবাই করে খায়। একটা উৎসব আমেজ থাকে। সেই ঐতিহ্যকে তুলে ধরে একটা প্রেমের গল্প নিয়ে সিনেমাটি তৈরি করছি। দর্শক যখন সিনেমাটি দেখবেন, আনন্দ পাবেন বলে বিশ্বাস করছি।’
এএম/এমএমএ/