যশের সঙ্গী এবার নুসরাত ফারিয়া

কলকাতার আলোচিত তারকা জুটি নুসরাত জাহান ও যশ। ভালোবেসে ঘর বেঁধেছেন তারা। তাদের ঘরে রয়েছে এক পুত্র সন্তান। এবার নুসরাত জাহানকে পেছনে ফেলে যশের সঙ্গী হলেন বাংলাদেশের আলোচিত তারকা অভিনেত্রী নুসরাত ফারিয়া। তবে নুসরাত জাহানের ভক্তদের মন খারাপের কারণ নেই, বাস্তবে এমন ঘটনা ঘটেনি। শুধুই রুপালি পর্দায় যশের সঙ্গী হবেন নুসরাত ফারিয়া।
‘রকস্টার’ শিরোনামে একটি সিনেমায় জুটি বেঁধেছেন বাংলাদেশ ও ভারতের এই দুই তারকা।
১৭ ফেব্রুয়ারি কলকাতার একটি শুটিং হাউসে সিনেমাটির দৃশ্য ধারণ শুরু হয়েছে। যেখানে শিগগিরই যোগ দেবেন বাংলাদেশের এই চিত্রনায়িকা।
সিনেমাটি নিয়ে এখনই মুখ খুলতে নারাজ নুসরাত ফারিয়া। শুধু বললেন, ‘রোমান্টিক-থ্রিলার ঘরানা গল্পের সিনেমা এটি।’
জানা গেছে, সিনেমাটি পরিচালনা করছেন আয়ুষ্মান প্রত্যুষ। বাংলাদশে থেকে এটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল। কলকাতা থেকে প্রযোজক এসপি ইন্টারন্যাশনাল। বাংলার পাশাপাশি ‘রকস্টার’ সিনেমাটি হিন্দিতেও সংস্করণ হবে।
এএম/এসআইএইচ
