চলচ্চিত্রে যা কিছু শিখেছি সবটাই মান্না ভাইয়ের কৃতিত্ব: নিপুণ
ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সফল নায়ক মান্না। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি আজকের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। আজ (১৭ ফেব্রুয়ারি) তার চলে যাওয়ার ১৪ বছর। মান্নার প্রয়াণ দিবসে তাকে নিয়ে তার সহকর্মীসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষরা শ্রদ্ধাভরে স্মরণ করছেন।
এই নায়কের সঙ্গে বিভিন্ন স্মৃতি রোমান্থন করে অনেকেই হচ্ছেন আবেগাপ্লুত। তার মধ্যে আলোচিত জনপ্রিয় চিত্রনায়িকা নিপুণ অন্যতম। মান্নার প্রয়াণ দিবসে তাকে বিশেষভাবে স্মরণ করলেন এই তারকা অভিনেত্রী। মান্নার সঙ্গে জুটি বেঁধে সিনেমাতে অভিনয়ও করেছেন তিনি। সেই স্মৃতিচারণ করে নিপুণ ঢাকাপ্রকাশকে বলেন, ‘মান্না ভাইয়ের সঙ্গে আমার অনেক স্মৃতি। যা বলে শেষ করা যাবে না। অনেক তাড়াতাড়ি মান্না ভাই আমাদের ছেড়ে চলে গিয়েছে। তার সঙ্গে অভিনয় করা ‘সাজঘর’ চলচ্চিত্রের মাধ্যমে আমি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। তারপর যে চলচ্চিত্র ‘রিক্সাওয়ালার প্রেম’ সেটিও মান্না ভাইয়ের সঙ্গে। এটি মেঘা হিট ছবি। আর চলচ্চিত্রে যা কিছু শিখেছি, যতোটুকু অভিনয় শিখেছি সবটাই মান্না ভাইয়ের কৃতিত্ব। মান্না ভাই আমাদের ছেড়ে অসময়ে চলে গেছেন। এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে যাওয়া মেনে নেওয়া যায় না। আমার মনে হয় মান্না ভাই থাকলে আমাদের ইন্ড্রাষ্টির এই অবস্থা হতো না।’
নিপুণ আরো বলেন, ‘আমার এখনও মনে পড়ে মান্না ভাইয়ের সঙ্গে ‘বড় লোকের জামাই’ সিনেমায় গান করার কথা ছিল। তার সঙ্গে আর গান করা হলো না। মান্না ভাই যেখানে আছেন অনেক ভালো থাকবেন।’
তিনি বলেন, ‘মানুষ হিসেবে মান্না ভাই ছিলেন অসাধারণ। আমি দেখেছি কেউ যদি উনাকে বলতেন আমার হাতে কোনো ছবি নাই, তিনি ছবির ব্যবস্থা করে দিতেন। অভিনেতা হিসেবে অনেক বড় মাপের ছিলেন তিনি। রিক্সাওয়ালার প্রেম সিনেমায় একটা দৃশ্যে মান্না ভাইয়ের পিঠে পা দিয়ে আমাকে নামতে হয় সেটা দর্শক কিছুতেই মানতে পারছিল না। দর্শক আমাকে গালি দিচ্ছিল। কত বড় সাহস একটা নতুন মেয়ে মান্নার গায়ের ওপর পা দিয়েছে। মান্না ভাই আমাকে শিল্পী সমিতির ভোটার বানিয়েছিলেন। কারণ তিনি তখন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। মান্না ভাই অসাধারণ ছিলেন সবদিক থেকেই। তার সঙ্গে আমার তুলনা চলে না।
এএম/এসআইএইচ