বাপ্পি লাহিড়ির শেষকৃত্য সম্পন্ন

ভারতীয় গায়ক ও সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ি শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় নিলেন। আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে মুম্বাইয়ের পবনহংস শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে মুম্বাইয়ের হাসপাতালে ৬৯ বছর বয়সে শেষ নি:শ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি সংগীত শিল্পী। তার ছেলে বাপ্পা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আজ ভোরে পরিবারসহ ভারতে পৌঁছান। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বাবার শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিতও ছিলেন বাপ্পা।
অনেক তারকা বাপ্পি লাহিড়িকে বিদায় জানাতে শেষকৃত্য অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। এরমধ্যে বিদ্যা বালান, শক্তি কাপুর, অলগা ইয়াগমিন, রুপালি গাঙ্গুলি, ভুষণ কুমার, মিকা সিং, উদিত নারায়ণ অন্যতম। প্রিয় সহকর্মীকে হারিয়ে শোকাহত তারা।
‘ডিস্কো ডান্সার’, ‘চলতে চলতে’, ‘শরাবি’, বাংলায় ‘অমর সঙ্গী’, ‘আশা ও ভালোবাসা’, ‘আমার তুমি’, ‘অমর প্রেম’ গান ছাড়াও অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন বাপ্পি লাহিড়ি।
এএম/এমএমএ/
