ইলিয়াস কাঞ্চনের কাছে শপথ গ্রহণ করলেন অঞ্জনা

শপথ গ্রহণ করলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্য চিত্রনায়িকা অঞ্জনা।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএফডিসির শিল্পী সমিতির সামনের বাগান প্রাঙ্গনে শপথ নেন তিনি। তাকে শপথ পড়ান সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। এ সময় আরও উপস্থিত ছিলেন নিপুন, ফেরদৌস, কেয়া, জেসমিনসহ অনেকেই।
শপথ নেওয়ার পর অঞ্জনা বলেন, 'শিল্পীরা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। সেই কারণে শপথ নিয়েছি। এটা একেবারে আমার ব্যক্তিগত ইচ্ছা। অনেকেই জিজ্ঞাসা করছিল কেন শপথ নিচ্ছিনা। তাই আজ চিন্তা করলাম শপথ নেবার।'
অঞ্জনা আরও বলেন, 'ইলিয়াস কাঞ্চন আমার ১৭টি সিনেমার নায়ক। তার প্রতি আমার আলাদা ফিলিংস তো আছেই। তাছাড়াও তিনি কিংবদন্তি অভিনেতা। একজন ভালো মানুষ। তাকে সভাপতি হিসেবে পেয়ে আমরা আনন্দিত। তার কাছ থেকে শপথ নিয়ে ভালো লাগছে। আমি চাই বাকি যারা আছে তারাও একে একে শপথ নেবে। আমাদের কাজ শুরু হবে।'
এএম/এএস
