বাপ্পিজি আমাকে চমকে দেন: রুনা লায়লা

মুম্বাইয়ের একটি হাসপাতালে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাপ্পি লাহিড়ি।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে হাসপাতাল থেকে তার মৃত্যু সংবাদ জানানো হয়। ছেলে বাপ্পা ভারতে ফেরার পর বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) শেষকৃত্য করা হবে তার। বাপ্পি লাহিড়ির এভাবে চলে যাওয়ায় খবরে শোকাহত বাংলাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা।
দেশের কিংবদন্তি এ গায়িকার সঙ্গেও কাজ করেছেন বাপ্পি লাহিড়ি। ১৯৭৯ সালে প্রকাশ কাপুর পরিচালিত বলিউডের ‘জান-এ-বাহার’ ছবিতে বাপ্পি লাহিড়ির সুর-সংগীতে একটি গান গেয়েছিলেন রুনা। ‘মার গায়ো রে রসগোল্লা খিলাই কে মার গায়ো রে’ নামের গানটিতে মোহাম্মদ রফি ও আনন্দ কুমারও কণ্ঠ দেন।
এ ছাড়া, ১৯৮৪ সালে বাপ্পি লাহিড়র সুর-সংগীতে আরেকটি হিন্দি গান গেয়েছেন রুনা লায়লা। দাসারি নারায়ণ রাও পরিচালিত ‘ইয়াদগার’ ছবিতে ইন্দিবারের লেখা ও বাপ্পি লাহিড়ির সুরে সেই গানের শিরোনাম ‘অ্যায় দিলওয়ালে আও’। এ গানের সঙ্গে অভিনয় করেন কমল হাসান ও পুনম ধিলন।
কাজের বাইরে দুজনের মধ্যে ছিল পারিবারিক সম্পর্কও। সে সম্পর্ক ও অন্যান্য বিষয় নিয়ে স্মৃতিচারণ করেছেন রুনা লায়লা।
স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘২০১৮ সালের ১৭ নভেম্বর কলকাতায় জন্মদিন উদযাপন করেছিলাম আমার। সেদিন গ্র্যান্ড ওবেরয় হোটেলে উপস্থিত হয়ে বাপ্পিজি আমাকে চমকে দেন।
আলমগীর সাহেবও (নায়ক আলমগীর) আমার সঙ্গে ছিলেন। বাপ্পিজি ছিলেন আমার বন্ধু। তিনি ছিলেন রসিক ও মজার মানুষ।’
এএম/এমএমএ/
