ওপাশ থেকে বললেন, 'আমি বাপ্পি লাহিড়ি বলছি': শওকত আলী ইমন
বাপ্পি লাহিড়ি আর নেই। কোনোদিন তার কণ্ঠে শোনা যাবে না নতুন গান। অসাধারণ গায়কী ও অভিনব ফ্যাশন স্টাইলে হাজির হবেন না আর কোনো অনুষ্ঠানে। এই নক্ষত্রের পতনে কাঁদছে পুরো গানের বিশ্ব। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার ভক্তরা আজ শোকের স্রোতে ভেসে যাচ্ছে।
মুম্বাইয়ের একটি হাসপাতালে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাপ্পি লাহিড়ি। আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে হাসপাতাল থেকে তার মৃত্যু সংবাদ জানানো হয়। ছেলে বাপ্পা ভারতে ফেরার পর বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) শেষকৃত্য করা হবে তার।
বাপ্পি লাহিড়ির এভাবে চলে যাওয়ায় খবরে শোকাহত বাংলাদেশের জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন। কারণ বাংলাদেশে একমাত্র তার সুর সংগীতে একটি সিনেমার গানে কণ্ঠ দিয়েছিলেন বাপ্পি লাহিড়ী। সেই সময়ের স্মৃতি হাতড়ে মন খারাপের সুরে ঢাকাপ্রকাশকে জানালেন কিছু কথা।
শওকত আলী ইমন বলেন, ‘বাপ্পি লাহিড়ি ২০১২ সালে ঢাকায় এসেছিলেন একটি শো করতে। আমি তখন সোহানুর রহমান সোহানের পরিচালনায় ‘লোভে পাপ লোভে মৃত্যু’ সিনেমার গানের কাজ করছিলাম। আমি তখন সোহান ভাইকে বললাম বাপ্পি দা’কে দিয়ে এই গানটি করাতে চাই। তখন তিনি রাজি হলে আমি বাপ্পি দা’র সাথে যোগাযোগ করলাম উনার ছেলের মাধ্যমে। তিনি অন্যকারও সুরে গান করেন না বলে আমাকে জানালেন। তারপরও যেহেতু বাংলাদেশে এসেছে তাই পছন্দ হলে গানটি করবেন। আমাকে ট্র্যাক পাঠাতে বললেন। আমিও পাঠালাম। হঠাৎ আমার ফোনে রাত দেড়টায় একটা ফোন আসলো। ওপাশ থেকে বললেন আমি বাপ্পি লাহিড়ী বলছি। আমার তখন হাত পা কাঁপছে এক প্রকার। তিনি বললেন গানটি তার খুব পছন্দ হয়েছে। তাই সকালেই গানটিতে কণ্ঠ দিতে চান। সকালে আমি গাড়ি নিয়ে দাদাকে কাকরাইলের বিসটেক স্টুডিওতে নিয়ে গেলাম। দাদা নিজে যেহেতু একজন অসাধারণ মিউজিক ডিরেক্টর তাই আমি কিছু বলছিলাম না। নিজের দায়িত্বে নিঁখুতভাবে গেয়ে দিচ্ছিলেন গানটি। তারপরও দাদা আমাকে বললেন তুই মিউজিক ডিরেক্টর, তুই তোর মতো করে আমাকে বল। এরপর আমাদের যোগাযোগ শুরু। দাদা যতবার ঢাকায় এসেছেন ততবার আমাকে ফোন দিয়েছেন।’
শওকত আলী ইমন আরও বলেন, ‘আমার সাথে সবমিলিয়ে দাদার সঙ্গে দুইবার দেখা হয়েছে। কিন্তু ফোনে কথা হয়েছে নিয়মিত। দাদা ঢাকায় এলেই আমাকে ফোন করতেন। আজ দাদা নেই মনটা খুব খারাপ হয়ে আছে। ছয়মাস আগেও দাদার সাথে আমার কথা হয়েছিল। এটাই তার সঙ্গে আমার শেষ কথা। দাদার জন্য মন থেকে দোয়া করি। ওপারে তিনি ভালো থাকুক।’
এএম/টিটি