বাপ্পি লাহিড়ির শেষকৃত্য বৃহস্পতিবার

সঙ্গীত জগতে আরও এক নক্ষত্রের পতন হলো। মুম্বাইয়ের একটি হাসপাতালে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন বাপ্পি লাহিড়ি। ছেলে বাপ্পা ভারতে ফেরার পর বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) শেষকৃত্য করা হবে তার।
আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে হাসপাতাল থেকে তার মৃত্যু সংবাদ জানানো হয়।
পরে পরিবারের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, বাপ্পি লাহিড়ির একমাত্র ছেলে বাপ্পা লস অ্যাঞ্জেলস থেকে আগামিকাল বৃহস্পতিবার ভোরে ভারতে ফিরছেন। তারপরই মুম্বইয়ের পবন হংস মহাশ্মশানে অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন করা হবে বাপ্পি লাহিড়ির।
বাপ্পি লাহিড়ির দুই সন্তান। বাপ্পা লাহিড়ি ও রীমা লাহিড়ি। লস অ্যাঞ্জেলেস থাকেন বাপ্পা লাহিড়ি।
গতকাল মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি হলে তার পরিবারের পক্ষ থেকে একজন চিকিৎসক বাড়িতে ডেকে নেওয়া হয়। এরপরই হাসপাতালে ভর্তি করা হয় তাকে। মধ্যরাতের আগে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার কারণে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাপ্পি লাহিড়ি।
আরএ/
