পরীমনির বিয়ের বৈধতা নিয়ে আইনি নোটিশ

কুমিল্লায় চলচ্চিত্র নায়িকা পরীমনির বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে আইনি নোটিশ পাঠিয়েছে এক আইনজীবী।
জেলা বারের আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী পরীমনির পূর্বের বিয়ে, ডিভোর্স ও বর্তমান বিয়ের বৈধতা জানতে চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় নিজ কার্যালয়ে থেকে গণমাধ্যকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী জানান, ‘পরীমনির কাছে নোটিশের মাধ্যমে জানতে চাওয়া হয়েছে, দ্বিতীয় বিয়ে করার আগে পূর্ব বিবাহরে ডিভোর্স রেজিস্ট্রি করা হয়েছে কি না? এ ছাড়া পরীমনি যখন সন্তানসম্ভবা তখন দ্বিতীয় বিয়ের কথা গণমাধ্যমে প্রচার করেছেন। আমার জানা মতে তার প্রথম বিয়ের ডিভোর্স হয়নি এবং দ্বিতীয় বিয়েরও বৈধতা নেই। এ ছাড়া সন্তানসম্ভবা হওয়ার পর বিয়ে করে পরীমনি মুসলিম রীতিনীতি ভঙ্গ করেছেন।'
তিনি আরও বলেন, 'পরিমনি ও রাজকে নোটিশে বলা হয়েছে, যদি তাদের কাছে বৈধ কাগজপত্র থাকে তাহলে তা জনসম্মুখে আনতে হবে। আগামী সাত কর্মদিবসে নোটিশের জবাব না পেলে, আমি আইনগত পদক্ষেপ গ্রহণ করব। এই কাজ আমি জনস্বার্থে করেছি।’
টিটি/
