পুরস্কার পেয়ে বাবার কথা বেশি মনে পড়ছে: ইমরান

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ সালের জন্য নাম ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এ তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে তথ্য মন্ত্রণালয়।
এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন মোট ৩১ জন। তারমধ্যে ‘বিশ্বসুন্দরী’ সিনেমা দিয়ে সেরা সুরকার ও গায়ক দুটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন জনপ্রিয় তাকরা গায়ক ইমরান মাহমুদুল।
একই বছরে একটি সিনেমার একটি গানের জন্য দুটি পুরস্কার পেয়ে আনন্দে ভাসছেন এই তারকা৷
নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে আবেগে ঢাকাপ্রকাশকে ইমরান বলেন, ‘পুরস্কার পেয়ে বাবার কথা বেশি মনে পড়ছে। আজ বাবা বেঁচে থাকলে খুব খুশি হতেন।’
ইমরান আরও বলেন, ‘এত অল্প বয়সে দুটি পুরস্কার পেয়ে আনন্দটা একটু অন্যরকম। সৃষ্টিকর্তার কাছে লাখ লাখ শুকরিয়া। আমার পরিবার, কাজের সহকর্মীদের প্রতি ধন্যবাদ জানাই। জুরি বোর্ডের কাছে কৃতজ্ঞতা জানাই। আমার ভক্ত-অনুরাগীদের জন্য ভালোবাসা। তাদের জন্যই আজ আমি ইমরান, এত সাফল্য আর অর্জন আমার। সবাই আমার জন্য দোয়া করবেন।’
এএম/এমএমএ/
