কাজী হায়াতের ছবিতে পুরস্কার পেয়ে আনন্দিত: মিশা সওদাগর

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ সালের জন্য নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এ তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে তথ্য মন্ত্রণালয়।
এ বছর বিভিন্ন ক্যাটাগরীতে পুরস্কার পাচ্ছেন মোট ৩১ জন। তারমধ্যে ‘বীর’ সিনেমা দিয়ে সেরা খল অভিনেতার পুরস্কার পেয়েছেন অভিনেতা মিশা সওদাগর।
এ পুরস্কারপ্রাপ্তিতে প্রতিক্রিয়া জানিয়ে মিশা সওদাগর ঢাকাপ্রকাশকে বলেন, ‘এর আগেও আমি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। তবে এই পুরস্কারটি আমার জন্য স্পেশাল। কারণ, এটা আমি পেয়েছি কাজী হায়াত সাহেবের ছবিতে অভিনয় করে। আমার সবসময়ের ইচ্ছা ছিল কাজী হায়াত সাহেবের সিনেমা দিয়ে একটি পুরস্কার যেন পাই। তিনি আমাদের সিনেমার সবচেয়ে বড় একটা সিগনেচার। কমার্শিয়াল হিট সিনেমার নির্মাতা হিসেবে তিনি একজন মহিরুহ। তার সঙ্গে কাজ করেছি অনেক৷ কিন্তু এই প্রথম তার সিনেমায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলাম। আমি কাজী হায়াতের সিনেমায় পুরস্কাকার পেয়ে আমি আনন্দিত। আমি তার কাছে কৃতজ্ঞ।’
মিশা সওদাগর আরও বলেন, ‘আমি কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহর কাছে যিনি আমাকে সুস্থ রেখেছেন। আমি ধন্যবাদ জানাই আমার পরিবারকে যাদের জন্য আমি কাজ করতে পারছি। সবচেয়ে বেশি কৃতজ্ঞতা দর্শকদের, তাদের জন্যই আমি মিশা, কাজ করে যাচ্ছি। ধন্যবাদ জানাই জুরি বোর্ড, তথ্য মন্ত্রণালয়, আমার ‘বীর’ সিনেমার টিম, ছবির প্রযোজক শাকিব খান ও আমার ইকবাল মামাকে।’
এএম/এমএমএ/
