শিল্পী সমিতির পদে বসতে বাধা নেই আমার: নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে চলছে লড়াই। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। তবে সাধারণ সম্পাদক পদে বসতে আর বাধা নেই নিপুণের৷ বিষয়টি নিশ্চিত করেছেন নিপুণ নিজেই।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে এফডিসির চত্বরে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করলেন এ অভিনেত্রী।
তিনি বলেন, ‘সবাই আদালতের নির্দেশনাকে ভুলভাবে ব্যাখ্যা করছেন। হয়তো এটা মিসটেক। তাই গণমাধ্যমকর্মীদের মাধ্যমে ভুল তথ্যগুলো শুধরে দিতে চাই।
আদালতের আদেশ অনুযায়ী আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত আমিই শিল্পী সমিতির সাধারণ সম্পাদক৷ এ পদে দায়িত্ব পালন করতে আমার কোনো বাধা নেই।’
সংবাদ সম্মেলনে নিপুণের সঙ্গে উপস্থিত ছিলেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান, প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, প্রযোজক ও প্রদর্শক সমিতির নেতা মোহাম্মদ হোসেন, অভিনেতা নানাশাহ, ডিএ তায়েব, অভিনেত্রী জেসমিনসহ প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন নতুন কমিটির দফতর সম্পাদক আরমান ও কোষাধ্যক্ষ আজাদ খান।
এএম/এমএমএ/
