মা হচ্ছেন গায়িকা পুতুল

পুতুল ও তার স্বামী সৈয়দ রেজা আলী
ক্লোজআপ তারকা সাজিয়া সুলতানা পুতুল। অস্ট্রেলিয়া প্রবাসী সৈয়দ রেজা আলীকে বিয়ে করার খবর নিজেই জানিয়েছিলেন। গত বছর ১৪ এপ্রিল বিয়ে করেন তারা।
এবার নতুন করে তাদের সংসারে এলো আনন্দের খবর। আজ ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনে এই গায়িকা দিলেন তার মা হতে যাওয়ার খবর।
এ সম্পর্কে পুতুল বলেন, ‘পরিবারে নতুন অতিথি আসছে। সবকিছু ঠিক থাকলে জুলাইয়ের প্রথম সপ্তাহে কিংবা জুনের শেষেই সন্তানের মুখ দেখার অপেক্ষা করছি আমরা।’
সবার কাছে নিজের সুখের সংসার ও অনাগত সন্তানের জন্য দোয়া চেয়েছেন পুতুল।
পুতুল তার ফেসবুকের এক পোস্টে লেখেন, ‘ফাল্গুন এবার একেবারেই অন্য আমেজে ধরা দিয়েছে আমার কাছে। এবার ফাল্গুন বরণ করছি আরেকটা অধরা সত্তাকে সঙ্গে নিয়ে, যে আমারই ভেতর বেড়ে উঠছে। একটা পরিপূর্ণ সত্তা হওয়ার জন্য আমার ভেতর যার বিপুল উচ্ছ্বাস। অনুভব করছি, প্রতিনিয়ত একটা ভ্রুণ থেকে সত্তা হয়ে উঠবার তোড়জোড় তার। হ্যাঁ, মা-বাবা হতে চলেছি আমি আর সৈয়দ রেজা আলী।’
এএম/আরএ
