আমেরিকা থেকে ভালোবাসা জানালেন শাকিব খান

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসের রঙে রঙিন হয়ে উঠেছে চারপাশ। প্রিয় মানুষদের ভালোবাসায় ভালোবাসাময় হয়ে উঠেছে দিনটি। নিজেদের আনন্দ ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিতে তারকারাও শুভেচ্ছা জানাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এর থেকে ব্যতিক্রম নয় ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানও। আমেরিকা থেকে ভক্তদের ভালোবাসা ও শুভেচ্ছা জানালেন তিনি।
শাকিব খান তার ফেসবুকে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘বসন্ত বাতাসে আজ ভালোবাসার ঘ্রাণ। হৃদয় থেকে হৃদয়ে সেই রঙের ছড়াছড়ি। এমন বন্ধন আমাদের মাঝে সারাবছর থাকুক। প্রকৃতির রঙ ছড়িয়ে যাক সবার মনে। জীবন হোক ভালোবাসাময়।’
গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে গেছেন শাকিব খান। সেখানে তিনি নাগরিকত্বের আবেদন করেছেন। সেই সঙ্গে ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্রে থেকে সিনেমাও করবেন।
শাকিব খান অভিনীত ‘গলুই’ সিনেমাটি মুক্তি পাবে রোজার ঈদে। এস এ হক অলিকের পরিচালনায় এতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন পূজা চেরি।
এএম/এএস
