নাটকময় ভালোবাসা দিবস
ভালোবাসা দিবসকে ঘিরে টেলিভিশন চ্যানেলগুলো ভিন্ন ধরনের আয়োজন করেছে। গতকাল থেকেই বিভিন্ন টেলিভিশনে শুরু হয়ে গেছে তিন থেকে পাঁচ দিনের ভালোবাসা দিবস উপলক্ষে বিভিন্ন নাটক ও টেলিফিল্ম।
এবার বিভিন্ন টেলিভিশনে প্রায় ৮০টি নাটক দেখানো হবে। বিটিভি, এনটিভি, আরটিভি, বাংলাভিশন, চ্যানেল আই, এটিএন বাংলা, বৈশাখী, দেশ টিভিসহ বিভিন্ন চ্যানেলে প্রচার হবে ভালোবাসা দিবসের নাটক, টেলিফিল্ম।
নাটকগুলোতে অভিনয় করেছেন আফরান নিশো, অপূর্ব, মোশাররফ করিম, তাহসান, তৌসিফ মাহবুব, তানজিন তিশা, জোভান, মুমতাহিনা টয়া, ইয়াশ রোহান, সাফা কবির, তাসনিয়া ফারিণ, মুশফিক আর ফারহান, কেয়া পায়েলসহ জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের পাশাপাশি নতুন অভিনয়শিল্পীরা।
ভালোবাসা দিবসে বিশেষ কিছু নাটক নিয়ে ঢাকাপ্রকাশের আজকের আয়োজন।
বিটিভিতে প্রচার মৌ ও আদনান ফারুক হিল্লোল অভিনীত নাটক ‘ফাল্গুনে ভালোবাসার দিন’ প্রচার হবে ১৪ ফেব্রুয়ারি রাত ৮টার বাংলা সংবাদের পর। মাহবুবা ফেরদৌসের নির্দেশনায় বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেনের ভাবনা ও পরিকল্পনায় নাটকটি রচনা করেছেন রেজাউর রহমান ইজাজ।
এনটিভি রাত ৮টা ২০মিনিটে প্রচার হবে ক্লোজআপ কাছে আসার গল্প নাটক: ফাগুন থেকে ফাগুনে। গল্প: ইনজামুল হক। পরিচালনা: অমিতাভ রেজা চৌধুরী। অভিনয় করেছেন সাফা কবীর ও সুদীপ বিশ্বাস দীপ প্রমুখ।
রাত ৯টা ৩০মিনিটে প্রচার হবে ভালোবাসা দিবসের বিশেষ নাটক: ঋণ। সাজিন আহমেদ বাবু ও তুহিন হোসেনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তুহিন হোসেন।
এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, তানজিন তিশা, শহীদুল্লাহ সবুজ, পঙ্কজ মজুমদার ও আদিবাসী শিল্পীবৃন্দ।
ভালোবাসা দিবসে আরটিভিতে রাত ৯ টা ২০ মিনিটে প্রচার হবে নাটক ‘লাফ’। পরিচালনায়: মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে: আফরান নিশো, মেহজাবীন চৌধুরী প্রমুখ।
রাত ১০ টায়: নির্বাচিত নাটক ‘প্রেমিক নাম্বার ওয়ান’; রচনা: মুনতাহা বৃত্তা। পরিচালনায়: রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে ফারহান আহমেদ জোভান, তানজিন তিশা, মুসাফির সৈয়দ বাচ্চু, আনন্দ খালিদ, হানিফ পালোয়াল প্রমুখ। এটিএন বাংলায় ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘ভালোবেসে যাই’ প্রচার রাত ১১টা ৫০মিনিটে। মঞ্জুর মরু’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাকেশ বসু। নাটকটিতে অভিনয় করেছেন আজিজুল হাকিম, রোজী সিদ্দিকী, শিরিন আলম, ফারহান আহমেদ জোভান, সাফা কবির, দৃষ্টি দোলা, সিনথিয়া, সোনালী প্রমুখ।
ভালোবাসা দিবসে নাট্যনির্মাতা শাফায়েত মনসুর রানা নির্মাণ করেছেন ‘কে কখন কিভাবে’ শিরোনামের ভিন্ন ভিন্ন গল্পের তিনটি শর্টফিল্ম। নির্মাতা জানান, প্রতিটি গল্প একেকটি মুহুর্তের। এগুলো হলো ‘হট প্যাটিস’, ‘ব্ল্যাক বক্স’, ‘অপ্রকাশিত’। এগুলোতে অভিনয় করেছেন সালমান মুক্তাদির, সাবিলা নূর, ইরফান সাজ্জাদ, তাসনিয়া ফারিন, ইয়াশ রোহান এবং সামিরা খান মাহি। ১৪ ফেব্রুয়ারি রাত ১০টা ৩০মিনিটে মাছরাঙা টেলিভিশনে সিরিজটি প্রচারিত হবে।
টেলিভিশনের পাশাপাশি বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলগুলো প্রকাশ করবে ভালোবাসা দিবসের বিশেষ নাটক টেলিফিল্ম।
এরমধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক এর কর্ণধার সুলতান এন্টারটেইমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে ‘উড়ছি তোমার প্রেমে’। জাকারিয়া সৌখিনের পরিচালনায় এতে অভিনয় করেছেন অপূর্ব, পায়েল প্রমুখ।
প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে নাটক ‘ক্রস কানেকশন’। এতে অভিনয় করেছেন আফরান নিশো ও সাবিলা নুর। একই প্রতিষ্ঠানের ইউিটউব চ্যানেল প্রকাশিত হবে মহিদুল মহিমের পরিচালনায় নাটক ঢাকা টু দুবাই'। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় নাটকের জুটি আফরান ও মেহজাবীন।
ভালোবাসার দিনে এই নাটকগুলো দর্শকদের হৃদয়ে ভিন্ন রঙের ভালোবাসার ঘ্রাণ ছড়াবে বলে প্রত্যাশা করেছেন নির্মাতা অভিনেতা অভিনেত্রী ও প্রযোজকরা।
এএম/এসএ/