পরীমনির ‘মুখোশ’ প্রকাশ্যে!

পরীমনি
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। প্রেম, বিয়ে ও সন্তান সবকিছু নিয়েই আলোচনার তুঙ্গে তিনি। তবে এসবের বাইরে এবার পরীমনির নতুন খবর পাওয়া গেল। আর তা হলো ‘মুখোশ’ নিয়ে দর্শকদের সামনে আসছেন তিনি।
মুক্তির অপেক্ষায় পরীমনি অভিনীত নতুন সিনেমার নাম ‘মুখোশ’। গত ২১ জানুয়ারি সিনেমা হলে মুক্তির কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণ বাড়তে থাকায় মুক্তির দেড় সপ্তাহ আগে পরিচালক ইফতেখার শুভ এক বিবৃতিতে জানান, পূর্ব ঘোষিত তারিখে ‘মুখোশ’ মুক্তি পাচ্ছে না।
তবে, এবার পরিচালক জানালেন নতুন খবর। করোনা সংক্রমণ হার নিম্নগামী হওয়ার কারণে সিনেমা মুক্তির নতুন তারিখ ঘোষণা করলেন তিনি। পরিচালক বলেন, ‘প্রতিদিন করোনা সংক্রমণ এক বা দেড় পার্সেন্ট হারে কমছে, সে হিসাবে এ মাসের শেষ নাগাদ এই হার ৫ শতাংশের নিচে নেমে আসবে। তাই আমরা ছবিটি আগামী ৪ মার্চ মুক্তির সিদ্ধান্ত নিয়েছি। এজন্য মুখোশের ট্রেইলার রিলিজ হবে ১৮ ফেব্রুয়ারি।’
এ সিনেমায় অপরাধ বিষয়ক প্রতিবেদকের ভূমিকায় অভিনয় করেছেন পরীমনি। তার চরিত্রের নাম সোহানা। ২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত এ সিনেমায় আরও অভিনয় করেছেন মোশাররফ করিম, জিয়াউল রোশান প্রমুখ।
‘মুখোশ’ ছাড়াও ‘প্রীতিলতা’, ‘কাগজের বউ’, ‘গুনিন’সহ বেশ কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে পরীমনির।
এএম/আরএ
