কাজলের নতুন ছবি সালাম ভিকির কাজ শুরু হলো আজ
ভারতের হিন্দি ছবির সুপারস্টার নায়িকা কাজল ভক্তদের অপেক্ষা অবশেষে সমাপ্ত হলো। এর আগে অবিশ্বাস্য সুন্দর অভিনয় করেছেন তিনি ‘ত্রিভঙ্গ’তে। এই বিখ্যাত অভিনেত্রী আবার ফিরে আসছেন পর্দায়। ছবিটির নাম ‘সালাম ভিকি’। পরিচালনা করছেন রেবতি। আজ থেকে শুটিং শুরু হলো ছবিটির। জানিয়েছেন কাজল দেবগন নিজেই ইনস্ট্রাগ্রামে।
তাতে নারী পরিচালক রেবতির সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন ভারতীয় হিন্দি ছবির সবচেয়ে সফল নায়িকাদের একজন। তারা দুজনে ক্লাপবোর্ডটি ধরে আছেন। এরপরের ছবিতে তারা তাদের প্রযোজকদের সঙ্গে আনন্দ করছেন।
কাজল লিখেছেন, “আমরা আজ একটি গল্পের যাত্রা শুরু করলাম, যেটি বলা প্রয়োজন-সিনেমাতে। এটি একটি পথ, যেটি নেওয়া দরকার ছিল এবং একটি জীবন, যেটি উদযাপন প্রয়োজন আছে। আমরা এই অবিশ্বাস্য সত্য কাহিনী-‘সালাম ভিকি’ আপনাদের সঙ্গে ভাগ করে নিতে অপেক্ষা করতে পারছিলাম না।”
ছবিটির দলটির পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে জানা গিয়েছে, ‘সালাম ভিকি’ একটি অবিশ্বাস্য সত্য কাহিনী থেকে উদ্দীপ্ত হয়েছে এবং চরিত্রগুলো সত্যিকারের।
এই গল্পের প্রধান একজন অত্যন্ত প্রশংসিত মা, যিনি সবচেয়ে কঠিন ও খারাপ পরিস্থিতিগুলোর মোকাবেলা করে সামনে এগিয়েছেন।
ছবিটির প্রযোজক সুরজ সিনহা, সাধনা আগারওয়াল ও ভার্ষা কুকরেজা।
কাজল অভিনয় করতে শুরু করা এই ছবিটির নামটি ছিল আগে ‘দি লাস্ট হুররে’, ঘোষণাটি এসেছিল গত বছর। ছবিটির বিষয়ে আলাপে তখন পরিচালক রেবতি জানিয়েছেন, কাজলই এই আবেগময় গল্পের জন্য প্রথম পছন্দ ছিলেন। এরপর বলেছেন, ‘দি লাস্ট হুররেতে সুজাতার যাত্রা আমার হৃদয়ের একেবারে কাছাকাছি। এই গল্পটি আমাদের সঙ্গে কেবল মেলে না, উদ্দীপনাও যোগায়।’
রেবতি আরো বলেছেন, ‘যখন সুরজ, শ্রদ্ধা ও আমি ছবিটি নিয়ে আলাপ করছিলাম একবার, তখন আমাদের সবার মনে কাজলই প্রথম পছন্দ হিসেবে এসেছিলেন। এখনো তার চোখ দুটি আগের মতোই খুব কোমল ও অত্যন্ত সক্রিয়। তার সেই সুন্দর হাসিটি আপনাকে বিশ্বাস করাবে যে, যেকোনোকিছুই সম্ভব। এগুলোই হলো আসলে সুজাতা যেমন ছিলেন, তেমন গুণাবলী।’
রেবতি জানিয়েছেন, ‘এই সহযোগিতাপূর্ণ কাজের জন্য অত্যন্ত উত্তেজিত হয়ে আমি অপেক্ষা করছিলাম। কাজলকে খুব চেয়েছি-এই হৃদয়গ্রাহী ও অত্যন্ত উৎসাহী গল্পের জন্য।’
ভারতের ‘পদ্মশ্রী’ ও ছয়বারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জয়ী কাজল বলেছেন, “যখন আমি দি লাস্ট হুররে’র গল্পটি শুনলাম, তখনই সুজাতার সঙ্গে আমার যোগাযোগ হয়ে গেল। মনে হলো, তার জীবনের যাত্রা অবিশ্বাস্য উদ্দীপনাময়। এই সুন্দর জীবনের গল্পটি প্রত্যেকের সঙ্গে ভাগ করে নেবার দাবী রাখে। গল্পে যেহেতু রেবতি আমাকে নিদেশনা দেবেন, তাই তিনি আমাকে সুজাতার অভিনয় করতে আরো শক্তি যোগাবেন। ফলে আমি তার শক্তিগুলোকে আরো ভালোভাবে প্রদর্শনীতে আনতে পারবো।’
(এনডিটিভি অবলম্বনে)