আসছে ‘দ্য ফেম গেম’, মাধুরীর ওটিটি অভিষেক

ওটিটি প্ল্যাটফর্মে প্রথমবার দেখা যাবে মাধুরী দীক্ষিতকে। ফেব্রুয়ারির শেষে মুক্তি পেতে চলেছে তার নেটফ্লিক্স সিরিজ ‘দ্য ফেম গেম’। সিরিজের কেন্দ্রীয় চরিত্র অনামিকা আনন্দের ভূমিকায় রয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) মুক্তি পেয়েছে সিরিজের ট্রেলার। গল্প অনুযায়ী সুপারস্টার অনামিকা হঠাৎই একদিন নিরুদ্দেশ হয়ে যান। তার সন্ধানে নামে পুলিশ। স্বামী, ছেলে-মেয়েদের বয়ান থেকে এক অন্য অনামিকাকে আবিষ্কার করে তারা।
আসলে অনামিকা কে? কোথায় হারিয়ে গেল? এসব প্রশ্নকে কেন্দ্রে রেখেই আবর্তিত হবে সিরিজটি। মাধুরীর স্বামীর ভূমিকায় অভিনয় করছেন সঞ্জয় কাপুর। অন্য দিকে মাধুরী ও মানব কওলের রসায়নের কিছু মুহূর্তও রয়েছে সিরিজে।
ইনস্টাগ্রামে সিরিজের ট্রেলার শেয়ার করে মাধুরী লিখেছেন, ‘‘শুনেছিলাম, স্টারডম এক মুহূর্তে হারিয়ে যেতে পারে; কিন্তু একজন সুপারস্টারই যদি হারিয়ে যায়! এমন তো কখনও শুনিনি। নিজের ‘পারফেক্ট’ জীবনের গল্প বলতে অনামিকা আনন্দ আসছে, খুব তাড়াতাড়ি।’’
তিন বছর আগে মাধুরীর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘কলঙ্ক’। তবে অনেকদিন পর এই সিরিজে তাকে দেখা যাবে কেন্দ্রীয় চরিত্রে।
এসএ/
