দেশের ২৫ হলে মুক্তি পাচ্ছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’
ঢাকাই চলচ্চিত্রে প্রথমবার রুপালি পর্দায় দেখা যাবে অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী জুটিকে। তাদের অভিনীত এ সিনেমার নাম ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ সিনেমাটি শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দেশের বড় বড় ২৫টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে।
পরিচালক জানান, সিনেপ্লেক্সেরর সবগুলো শাখায় চলবে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। মধুমিতা, শ্যামলীসহ দেশের বড় বড় সিনেমা হলেও চলবে সিনেমাটি। এককথায়, যেসব হলে মানুষ পরিবার নিয়ে সিনেমা উপভোগ করতে পারবে, সেখানেই চলবে অপু ও বাপ্পী অভিনীত এ সিনেমা।
শূন্য দশকের পরে রিয়াজ-শাবনূরকে নিয়ে দেবাশীষ বিশ্বাস নির্মাণ করেছিলেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’। সিনেমাটি তখন সুপার হিট হয়েছিল। এবার ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ আনছেন পরিচালক দেবাশীষ। তবে এটি সিক্যুয়াল নয় বলেও জানান তিনি।
এ সম্পর্কে দেবাশীষ বিশ্বাস বলেন, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ নামটা একটা ব্র্যান্ড। এজন্য শুধু নামটা নেয়া হয়েছে। বাকি সবকিছু ভিন্ন। আমার বিশ্বাস দর্শকরা সিনেমাটি দেখে ঠকবে না। আশা করি সব ধরনের দর্শকদের সিনেমাটি ভালো লাগবে।’
বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস ছাড়াও আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, এনায়েত চৌধুরী, আফজাল শরীফ, রেবেকা, রাজন, চিকন আলী, কাবিলা, শাহীন খান, সুব্রত, বি এম আজাদ প্রমুখ।
গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করা প্রয়াত সাদেক বাচ্চু’র এটি শেষ সিনেমা।
বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২ এর কাহিনি লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন পরিচালক নিজেই।
এএম/এএস