রবিবার, ২০ এপ্রিল ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

অস্কারের লড়াই

বিনোদন ডেস্ক

২০২২ সালের ২৩টি শাখার প্রতিটির অস্কার মনোনয়নের চূড়ান্ত তালিকা প্রকাশিত হলো। গতকাল ৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার, লেসলি জর্ডেন ও ট্রেইসি অ্যালেস রস ঘোষণাটি প্রদান করেছেন। তখন একটি লাইভ স্ট্রিম ছিল বিশ্বজুড়ে দর্শকদের দেখার জন্য প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
এবার হচ্ছে ৯৪ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার; প্রতিযোগিতাটি ২৭ মার্চ, ২০২২ সালে হলিউডের ডলবি থিয়েটারে বসবে। উৎসবে কয়েকজন উপস্থাপনা করবেন। তবে কারো নাম আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা করা হয়নি।

তারা যে পূর্ণ তালিকা ঘোষণা করেছেন সেটির বিস্তারিতে সেরা ছবি, পরিচালক, অভিনেতা ও অভিনেত্রীদের নাম, পরিচয়-

সেরা ছবি : ব্যালফাস্ট (ছোট থেকে পূর্ণ বয়সে পৌছাতে থাকা একজনের জীবনের গল্পের ব্রিটিশ কমেডি ছবি), কোডা (এটিও তেমন; মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও কানাডার সহ-প্রযোজনা), ডোন্ট লকি আপ (মার্কিন ছবি), ড্রাইভ মাই কার (জাপানিজ নাটকীয় গল্পের ছবি), ডুনে (মার্কিন মহাকাব্যিক সায়েন্স ফিকশন), কিং রিচার্ড (বিশ্বখ্যাত টেনিস তারকা সেরেনা ও ভেনাস উইলিয়ামসের বাবা টেনিস কোচ রিচার্ড ডাভ উইলিয়ামস জুনিয়রের অত্মজীবনী), নাইটমেয়ার অ্যালে (দ্বিতীয় বিশ্বযুদ্ধত্তোর মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯৪৫ থেকে ১৯৬০ পযন্ত বিকশিত একটি ধারা), দি পাওয়ার অব ডগ (ওয়েস্টান মনস্তাত্বিক-দুইজন খুব ভিন্ন ধরণের ভাইয়ের গল্প; একই নামের উপন্যাস অবলম্বনে), ওয়েস্ট সাইড স্টোরি (আমেরিকান সঙ্গীতনির্ভর প্রেমের সিনেমা)।

সেরা পরিচালক

কেনেথ ব্রানা (ব্যালফাস্ট ছবির জন্য লাভ করেছেন স্যার কেনেথ চালস ব্রানা। তিনি ব্রিটিশ অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক; রয়্যাল অ্যাকাডেমি অব ড্রামাটিক আর্টে প্রশিক্ষণপ্রাপ্ত ও ২০১৫ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট), ইউসকে হামাগুচি (ড্রাইভ মাই কার ছবিটির জাপানি এই পরিচালক ও চিত্রনাট্যকার তৃতীয় দেশী হিসেবে অস্কারে মনোনয়ন পেয়েছেন। সেরা পরিচালক ও সেরা রূপান্তরিত চিত্রনাট্য শাখায় ছবিটির জন্য মনোনীত হয়েছেন), পল থমাস অ্যান্ডারসন (লিকারেশ পিৎজা নামের এবারের ছবিটির জন্য মনোনয়ন পাওয়া মার্কিনী একজন পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার), জেইন ক্যাম্পিয়ান (তিনি দি পাওয়ার অব ডগের জন্য মনোনীত হয়েছেন। ডেইম এলিজাবেথ জেইন ক্যাম্পিয়ান একজন নিউজিল্যান্ডের পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক। সেরা নারী পরিচালক হিসেবে ইতিহাসে দ্বিতীয় মহিলা হয়ে অস্কারের জন্য তিনি মনোনীত হয়েছেন। প্রথম নারী হিসেবে দুইবার মনোনীত হলেন। প্রথম নারী হিসেবে দি পিয়ানো-১৯৯৩ সালের ছবি,’র জন্য প্লাম দে’অর জয় করেছেন তিনি), স্টিভেন স্পিলবার্গ ( দি ওয়েস্ট সাইড স্টোরির জন্য মনোনয়ন পাওয়া এই পরিচালককে নিয়ে বলার নতুন করে কিছু নেই। ইতিহাস বদলে দেওয়া আধুনিক অন্যতম চলচ্চিত্র ব্যক্তিত্ব তিনি)।

একটি প্রধান চরিত্রের সেরা অভিনেতা

হাভিয়ার বারদেম (স্প্যানিশ এই অভিনেতা ব্রিং দা রিকার্ডোসের জন্য মনোনয়ন লাভ করেছেন। নো কান্ট্রি ফর ওল্ড ম্যানের জন্য সেরা পার্শ্বাভিনেতার অস্কার জয় করেছেন ২০০৭ সালে। এই ছবিটি হলো আত্মজীবনী), বেনেডেক্ট কামবাব্যাচ (দি পাওয়ার অব ডগের জন্য মনোনয়ন পাওয়া বেনেডেক্ট টিমেথি কার্লটন কামবাব্যাচ সিবিই নামের ইংরেজ অভিনেতাটি মঞ্চ ও পর্দায় তার অভিনয়ের জন্য পরিচিত), অ্যান্ড্রু গারফিল্ড (টিক, টিক...বুম ছবির জন্য মনোনীত এই অভিনেতা ব্রিটিশ-আমেরিকান। ব্রিটেনের দি রয়্যাল স্কুল অব স্পিচ অ্যান্ড ড্রামার সাবেক ছাত্র। বিশ্বের অন্যতম মর্যাদাপূণ টনি অ্যাওয়ার্ড, একটি ব্রিটিশ অ্যাকাডেমি টেলিভিশন অ্যাওয়ার্ড, একটি গ্লোল্ডেন গ্লোব জয় করেছেন), উইল স্মিথ (কিং রিচার্ডের জন্য মনোনীত উইল স্মিথ অনেক বছর ধরে বিশ্বসেরা কৃষ্ণাঙ্গ যুবক অভিনেতা, অভিনয় গুণে সমাদৃত), ডেনজেল ওয়াশিংটন (স্মিথের যোগ্য প্রতিদ্বদ্বী কৃষাঙ্গ এই সুপারস্টার দি ট্রাজেডি অব ম্যাকবেথের জন্য মনোনীত হয়েছেন। উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ নাটক অবলম্বনে বানানো এই ছবিটি আমেরিকান ঐতিহাসিক থ্রিলার ছবি)।

একটি প্রধান চরিত্রে সেরা অভিনেত্রী
জেসিকা চিসটেইন (জেসিকা মিশেল চিসটেইন দি আইজ অব টামি ফেই ছবিটির জন্য মনোনয়ন লাভ করেছেন। ছবিটি মার্কিন ধমপ্রচারক, গায়িকা, লেখিকা, টিভি শো উপস্থাপক ও টিভি ব্যক্তিত্ব টামি ফেই ম্যাসনারের আত্মজীবনীর প্রামাণ্যচিত্র, নামটি এই; সেটির ওপর ভিত্তি করেই বানানো। সিনেমার প্রধান চরিত্র এই অভিনেত্রী সবচেয়ে ভালো গল্পের ওপর ছবিগুলো বেছে নেওয়ার জন্য খ্যাতি লাভ করেছেন। তিনি মার্কিন প্রযোজকও), অলিভিয়া কোলম্যান (সারা ক্যারোলাইন সিনক্লেয়ার সিবিই পুরো নামের এই ব্রিটিশ অভিনেত্রী মনোনয়ন পেয়েছেন মার্কিন অভিনেত্রী ও পরিচালক ম্যাগি জিনেলহলের প্রথম পরিচালনা দি লস্ট ডটার’র জন্য। সুইডেনের বিখ্যাত জিনেলহল পরিবারের সন্তানটির বাবা পরিচালক স্টিফেন জিনেলহল; ছোট ভাই অভিনেতা জ্যাক জিনেলহল, মা নেওমি ফনার জিনেলহল চিত্রনাট্যকার ও পরিচালক; অলিভিয়া কোলম্যান একবার অস্কার জিতেছেন), পেনেলোপে ক্রুজ (বিশ্বখ্যাত স্প্যানিশ অভিনেত্রীটি একবার অস্কার জিতেছেন। এবার মনোনয়ন পেয়েছেন প্যারালাল মাদার্স ছবিটির জন্য। পরিচালক স্পেনের অন্যতম পরিচালক, চিত্রনাট্যকার, প্রযোজক ও অভিনেতা পেদ্রো আলমোদোভার। তিনি উত্তেজক ও আবেগনির্ভর মিলনের ছবি বানানোতে খ্যাতিমান। তার চেয়েরও নামকরা-এন্তোনিও বান্দেরাস ও পেনেলোপে ক্রুজকে সহযোগিতার জন্য। তারা দুজনেই পরে স্পেনের আন্তর্জাতিক তারকা হয়েছেন), নিকোল কিডম্যান (আমেরিকাতে জন্ম নেওয়া এই অষ্ট্রেলিয়ান সুপারস্টার আজো খ্যাতিমান, সবসময় সংবাদ শিরোনাম। বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রীদের একজন। টম ক্রুজের সাবেক স্ত্রী, একবার অস্কার জয় করেছেন। এবার তিনি মনোনীত হয়েছেন ব্রিং দি রিকাডোস ছবিটির জন্য), ক্রিস্টিন স্টুয়ার্ট (আমেরিকান অভিনেত্রী ও পরিচালক ২০১২ সালে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী ছিলেন। মনোনয়ন লাভ করেছেন স্পেনসার ছবির জন্য। ছবিটি প্রিন্সেস ডায়নার প্রিন্স চার্লসের সঙ্গে তার বিয়ে বিচ্ছেদ ও ব্রিটেনের রাজপরিবার ত্যাগ করার সময়গুলো নিয়ে তৈরি)।

(দি হিন্দু থেকে)

ওএস।

Header Ad
Header Ad

বিরামপুরে পিকআপের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুরে পিকআপভ্যানের ধাক্কায় হাসান আলী (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নাঈম হোসেন নামে আরও এক যুবক।

দুর্ঘটনাটি ঘটেছে রবিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পল্লবী (দোয়েল মোড়) এলাকায়।

নিহত হাসান আলী পৌর শহরের থানাপাড়া (লিচু বাগান) এলাকার বাসিন্দা মিলন হোসেনের ছেলে। সে এবার আমানুল্লাহ স্কুল থেকে এসএসসি ২০২৫ পরীক্ষায় অংশ নিচ্ছিল বলে জানিয়েছেন স্কুলটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমিনুর ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলে করে হাসান আলী ও তার বন্ধু নাঈম শহরে ঘুরতে বের হয়। তারা যখন পল্লবী মোড় এলাকায় পৌঁছায়, ঠিক তখন গোবিন্দগঞ্জ থেকে ছেড়ে আসা একটি মালবাহী পিকআপ তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে হাসান আলী রাস্তায় ছিটকে পড়ে এবং পিকআপের চাকায় পিষ্ট হয়।

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. তাহাজুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

আহত নাঈম হোসেন পৌর শহরের একই এলাকার নিয়ামত হক ভোলার ছেলে বলে জানা গেছে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তরুণ শিক্ষার্থী হাসানের অকাল মৃত্যুতে সহপাঠী ও শিক্ষকদের মাঝে শোকের আবহ বিরাজ করছে।

Header Ad
Header Ad

টাঙ্গাইলের ভূঞাপুরে যুবলীগ কর্মী মিঠু গ্রেফতার

টাঙ্গাইলের ভূঞাপুরে যুবলীগ কর্মী হাফিজুর রহমান মিঠু। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নাশকতার অভিযোগে ডেভিল হান্টের অভিযানে টাঙ্গাইলের ভূঞাপুরে সক্রিয় যুবলীগ কর্মী হাফিজুর রহমান মিঠুকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ।

রবিবার (২০ এপ্রিল) সকালে মধুপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। শনিবার (১৯ এপ্রিল) রাতে ভূঞাপুর পৌর শহরের ঘাটান্দি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম জানান, মধুপুর থানায় নাশকতার মামলায় ওই যুবলীগ কর্মীকে গ্রেফতারের পর মধুপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

Header Ad
Header Ad

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে উত্তাল মুসলিম সমাজ, হায়দ্রাবাদে গণবিক্ষোভ

ছবি: সংগৃহীত

ভারতের বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে ফুঁসে উঠেছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। দক্ষিণাঞ্চলীয় শহর হায়দরাবাদে শনিবার (২০ এপ্রিল) এক বিশাল গণবিক্ষোভের আয়োজন করে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (AIMPLB)।

এই আন্দোলনে সক্রিয়ভাবে নেতৃত্ব দেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) দলের প্রধান এবং হায়দরাবাদের প্রভাবশালী মুসলিম নেতা আসাদউদ্দিন ওয়াইসি। তিনি এই আইনকে “সংবিধানের মূল চেতনার বিরুদ্ধে” উল্লেখ করে বাতিলের জোর দাবি জানান।

“এই আইন আমাদের ধর্মীয় ও সাংবিধানিক অধিকার খর্ব করছে। যতদিন না এটি বাতিল করা হচ্ছে, ততদিন পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে শান্তিপূর্ণ গণআন্দোলন চলবে,”— বলেন ওয়াইসি।

তিনি আরও জানান, ওয়াকফ বোর্ডে অ-মুসলিমদের অন্তর্ভুক্তির সুযোগ সৃষ্টি করায় মুসলিম সমাজে গভীর উদ্বেগ তৈরি হয়েছে এবং তা মেনে নেওয়া যায় না।

সম্প্রতি পাস হওয়া ওয়াকফ সংশোধনী আইন অনুসারে, অ-মুসলিমদেরও ওয়াকফ বোর্ডের সদস্য করা সম্ভব হতে পারে—এমন আশঙ্কা থেকেই এই বিরোধের সূত্রপাত। এই আইনকে সংখ্যালঘুদের ধর্মীয় অধিকার ও প্রতিষ্ঠানগুলোর ওপর হস্তক্ষেপ হিসেবে দেখছেন মুসলিম নেতারা।

এই ইস্যুতে ইতোমধ্যেই ভারতের সুপ্রিম কোর্টে একাধিক পিটিশন জমা পড়েছে। আদালতে সরকার জানিয়েছে, মে মাসে মামলার শুনানি না হওয়া পর্যন্ত অ-মুসলিমদের ওয়াকফ বোর্ডে অন্তর্ভুক্ত করা হবে না।

 

ছবি: সংগৃহীত

ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদ ঘিরে পশ্চিমবঙ্গে সহিংসতায় অন্তত তিনজন নিহত হয়েছেন, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

বিরোধীদের প্রবল আপত্তি সত্ত্বেও বিলটি ভারতের পার্লামেন্টের দুই কক্ষে পাস হয়েছে। আন্দোলন এখন হায়দরাবাদ ছাড়িয়ে ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে।

টিআরটি ওয়ার্ল্ড জানায়, মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের আহ্বানে এবং ওয়াইসির নেতৃত্বে এই আন্দোলন ক্রমেই সারা ভারতব্যাপী শান্তিপূর্ণ গণআন্দোলনের রূপ নিচ্ছে।

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে ভারতের মুসলিম সম্প্রদায়ের মধ্যে যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে, তা শুধু রাজনৈতিক নয়, ধর্মীয় এবং সাংবিধানিক অধিকার নিয়েও গভীর প্রশ্ন তুলেছে। এখন দেখার বিষয়, আদালতের রায়ে এবং গণআন্দোলনের চাপে সরকার কী পদক্ষেপ নেয়।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বিরামপুরে পিকআপের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
টাঙ্গাইলের ভূঞাপুরে যুবলীগ কর্মী মিঠু গ্রেফতার
ওয়াকফ সংশোধনী আইন নিয়ে উত্তাল মুসলিম সমাজ, হায়দ্রাবাদে গণবিক্ষোভ
ফকিরাপুলে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ
আল-আকসা ভেঙে মন্দির স্থাপনের পরিকল্পনা ফাঁস, ফিলিস্তিনের সতর্কবার্তা
শেখ হাসিনা-কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর
স্বাস্থ্যখাতের উন্নয়নে ১৩৮ মিলিয়ন ডলার দেবে চীন : স্বাস্থ্য উপদেষ্টা
আইপিএলে অভিষেক ম্যাচেই তিন রেকর্ড গড়লেন ১৪ বছরের বৈভব সূর্যবংশী
৩ মে ঢাকায় মহাসমাবেশের ডাক হেফাজতে ইসলামের
আজ স্বামীর প্রশংসা করার দিন
ইসরায়েলি অভিনেত্রী থাকায় নিষিদ্ধ হলো সিনেমা
রাজধানীর ডেমরা ও মিরপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে বিএনপি
যশোরের শার্শায় অস্ত্রসহ দুই ছিনতাইকারী আটক
জুলাই-আগস্ট গণহত্যা: ট্রাইব্যুনালে সালমান, আনিসুল, দীপু মনি, পলকসহ ১৯ জন
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে: আইন উপদেষ্টা
হাতিরঝিলে যুবদল নেতার ওপর হামলা, গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে
আপিল বিভাগে নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা
বিয়ের আসরে কনের বেশে শাশুড়ি, থানায় হাজির বর
যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ, রাস্তায় হাজারো মানুষ