শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

অস্কারের লড়াই

বিনোদন ডেস্ক

২০২২ সালের ২৩টি শাখার প্রতিটির অস্কার মনোনয়নের চূড়ান্ত তালিকা প্রকাশিত হলো। গতকাল ৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার, লেসলি জর্ডেন ও ট্রেইসি অ্যালেস রস ঘোষণাটি প্রদান করেছেন। তখন একটি লাইভ স্ট্রিম ছিল বিশ্বজুড়ে দর্শকদের দেখার জন্য প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
এবার হচ্ছে ৯৪ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার; প্রতিযোগিতাটি ২৭ মার্চ, ২০২২ সালে হলিউডের ডলবি থিয়েটারে বসবে। উৎসবে কয়েকজন উপস্থাপনা করবেন। তবে কারো নাম আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা করা হয়নি।

তারা যে পূর্ণ তালিকা ঘোষণা করেছেন সেটির বিস্তারিতে সেরা ছবি, পরিচালক, অভিনেতা ও অভিনেত্রীদের নাম, পরিচয়-

সেরা ছবি : ব্যালফাস্ট (ছোট থেকে পূর্ণ বয়সে পৌছাতে থাকা একজনের জীবনের গল্পের ব্রিটিশ কমেডি ছবি), কোডা (এটিও তেমন; মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও কানাডার সহ-প্রযোজনা), ডোন্ট লকি আপ (মার্কিন ছবি), ড্রাইভ মাই কার (জাপানিজ নাটকীয় গল্পের ছবি), ডুনে (মার্কিন মহাকাব্যিক সায়েন্স ফিকশন), কিং রিচার্ড (বিশ্বখ্যাত টেনিস তারকা সেরেনা ও ভেনাস উইলিয়ামসের বাবা টেনিস কোচ রিচার্ড ডাভ উইলিয়ামস জুনিয়রের অত্মজীবনী), নাইটমেয়ার অ্যালে (দ্বিতীয় বিশ্বযুদ্ধত্তোর মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯৪৫ থেকে ১৯৬০ পযন্ত বিকশিত একটি ধারা), দি পাওয়ার অব ডগ (ওয়েস্টান মনস্তাত্বিক-দুইজন খুব ভিন্ন ধরণের ভাইয়ের গল্প; একই নামের উপন্যাস অবলম্বনে), ওয়েস্ট সাইড স্টোরি (আমেরিকান সঙ্গীতনির্ভর প্রেমের সিনেমা)।

সেরা পরিচালক

কেনেথ ব্রানা (ব্যালফাস্ট ছবির জন্য লাভ করেছেন স্যার কেনেথ চালস ব্রানা। তিনি ব্রিটিশ অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক; রয়্যাল অ্যাকাডেমি অব ড্রামাটিক আর্টে প্রশিক্ষণপ্রাপ্ত ও ২০১৫ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট), ইউসকে হামাগুচি (ড্রাইভ মাই কার ছবিটির জাপানি এই পরিচালক ও চিত্রনাট্যকার তৃতীয় দেশী হিসেবে অস্কারে মনোনয়ন পেয়েছেন। সেরা পরিচালক ও সেরা রূপান্তরিত চিত্রনাট্য শাখায় ছবিটির জন্য মনোনীত হয়েছেন), পল থমাস অ্যান্ডারসন (লিকারেশ পিৎজা নামের এবারের ছবিটির জন্য মনোনয়ন পাওয়া মার্কিনী একজন পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার), জেইন ক্যাম্পিয়ান (তিনি দি পাওয়ার অব ডগের জন্য মনোনীত হয়েছেন। ডেইম এলিজাবেথ জেইন ক্যাম্পিয়ান একজন নিউজিল্যান্ডের পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক। সেরা নারী পরিচালক হিসেবে ইতিহাসে দ্বিতীয় মহিলা হয়ে অস্কারের জন্য তিনি মনোনীত হয়েছেন। প্রথম নারী হিসেবে দুইবার মনোনীত হলেন। প্রথম নারী হিসেবে দি পিয়ানো-১৯৯৩ সালের ছবি,’র জন্য প্লাম দে’অর জয় করেছেন তিনি), স্টিভেন স্পিলবার্গ ( দি ওয়েস্ট সাইড স্টোরির জন্য মনোনয়ন পাওয়া এই পরিচালককে নিয়ে বলার নতুন করে কিছু নেই। ইতিহাস বদলে দেওয়া আধুনিক অন্যতম চলচ্চিত্র ব্যক্তিত্ব তিনি)।

একটি প্রধান চরিত্রের সেরা অভিনেতা

হাভিয়ার বারদেম (স্প্যানিশ এই অভিনেতা ব্রিং দা রিকার্ডোসের জন্য মনোনয়ন লাভ করেছেন। নো কান্ট্রি ফর ওল্ড ম্যানের জন্য সেরা পার্শ্বাভিনেতার অস্কার জয় করেছেন ২০০৭ সালে। এই ছবিটি হলো আত্মজীবনী), বেনেডেক্ট কামবাব্যাচ (দি পাওয়ার অব ডগের জন্য মনোনয়ন পাওয়া বেনেডেক্ট টিমেথি কার্লটন কামবাব্যাচ সিবিই নামের ইংরেজ অভিনেতাটি মঞ্চ ও পর্দায় তার অভিনয়ের জন্য পরিচিত), অ্যান্ড্রু গারফিল্ড (টিক, টিক...বুম ছবির জন্য মনোনীত এই অভিনেতা ব্রিটিশ-আমেরিকান। ব্রিটেনের দি রয়্যাল স্কুল অব স্পিচ অ্যান্ড ড্রামার সাবেক ছাত্র। বিশ্বের অন্যতম মর্যাদাপূণ টনি অ্যাওয়ার্ড, একটি ব্রিটিশ অ্যাকাডেমি টেলিভিশন অ্যাওয়ার্ড, একটি গ্লোল্ডেন গ্লোব জয় করেছেন), উইল স্মিথ (কিং রিচার্ডের জন্য মনোনীত উইল স্মিথ অনেক বছর ধরে বিশ্বসেরা কৃষ্ণাঙ্গ যুবক অভিনেতা, অভিনয় গুণে সমাদৃত), ডেনজেল ওয়াশিংটন (স্মিথের যোগ্য প্রতিদ্বদ্বী কৃষাঙ্গ এই সুপারস্টার দি ট্রাজেডি অব ম্যাকবেথের জন্য মনোনীত হয়েছেন। উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ নাটক অবলম্বনে বানানো এই ছবিটি আমেরিকান ঐতিহাসিক থ্রিলার ছবি)।

একটি প্রধান চরিত্রে সেরা অভিনেত্রী
জেসিকা চিসটেইন (জেসিকা মিশেল চিসটেইন দি আইজ অব টামি ফেই ছবিটির জন্য মনোনয়ন লাভ করেছেন। ছবিটি মার্কিন ধমপ্রচারক, গায়িকা, লেখিকা, টিভি শো উপস্থাপক ও টিভি ব্যক্তিত্ব টামি ফেই ম্যাসনারের আত্মজীবনীর প্রামাণ্যচিত্র, নামটি এই; সেটির ওপর ভিত্তি করেই বানানো। সিনেমার প্রধান চরিত্র এই অভিনেত্রী সবচেয়ে ভালো গল্পের ওপর ছবিগুলো বেছে নেওয়ার জন্য খ্যাতি লাভ করেছেন। তিনি মার্কিন প্রযোজকও), অলিভিয়া কোলম্যান (সারা ক্যারোলাইন সিনক্লেয়ার সিবিই পুরো নামের এই ব্রিটিশ অভিনেত্রী মনোনয়ন পেয়েছেন মার্কিন অভিনেত্রী ও পরিচালক ম্যাগি জিনেলহলের প্রথম পরিচালনা দি লস্ট ডটার’র জন্য। সুইডেনের বিখ্যাত জিনেলহল পরিবারের সন্তানটির বাবা পরিচালক স্টিফেন জিনেলহল; ছোট ভাই অভিনেতা জ্যাক জিনেলহল, মা নেওমি ফনার জিনেলহল চিত্রনাট্যকার ও পরিচালক; অলিভিয়া কোলম্যান একবার অস্কার জিতেছেন), পেনেলোপে ক্রুজ (বিশ্বখ্যাত স্প্যানিশ অভিনেত্রীটি একবার অস্কার জিতেছেন। এবার মনোনয়ন পেয়েছেন প্যারালাল মাদার্স ছবিটির জন্য। পরিচালক স্পেনের অন্যতম পরিচালক, চিত্রনাট্যকার, প্রযোজক ও অভিনেতা পেদ্রো আলমোদোভার। তিনি উত্তেজক ও আবেগনির্ভর মিলনের ছবি বানানোতে খ্যাতিমান। তার চেয়েরও নামকরা-এন্তোনিও বান্দেরাস ও পেনেলোপে ক্রুজকে সহযোগিতার জন্য। তারা দুজনেই পরে স্পেনের আন্তর্জাতিক তারকা হয়েছেন), নিকোল কিডম্যান (আমেরিকাতে জন্ম নেওয়া এই অষ্ট্রেলিয়ান সুপারস্টার আজো খ্যাতিমান, সবসময় সংবাদ শিরোনাম। বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রীদের একজন। টম ক্রুজের সাবেক স্ত্রী, একবার অস্কার জয় করেছেন। এবার তিনি মনোনীত হয়েছেন ব্রিং দি রিকাডোস ছবিটির জন্য), ক্রিস্টিন স্টুয়ার্ট (আমেরিকান অভিনেত্রী ও পরিচালক ২০১২ সালে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী ছিলেন। মনোনয়ন লাভ করেছেন স্পেনসার ছবির জন্য। ছবিটি প্রিন্সেস ডায়নার প্রিন্স চার্লসের সঙ্গে তার বিয়ে বিচ্ছেদ ও ব্রিটেনের রাজপরিবার ত্যাগ করার সময়গুলো নিয়ে তৈরি)।

(দি হিন্দু থেকে)

ওএস।

Header Ad

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পরীমণির প্রথম স্বামী

ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন চিত্রনায়িকা পরীমনির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার (৪২) ।

শুক্রবার (২২ নভেম্বর) ভোর রাতে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের শিবচরের পাচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল জমাদ্দার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে।

নিহত ইসমাইল হোসেনের চাচা কবির হোসেন জমাদ্দার বলেন, বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে ঢাকা যাচ্ছিলেন ইসমাইল ও তার বন্ধু মনির। শুক্রবার ভোর রাতে ঢাকা-ভাঙ্গা হাইওয়ের শিবচরের পাচ্চর এলাকায় একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দেয়। আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন।

ইসমাইলের বন্ধু মনিরকে ঢাকা মেডিকেল থেকে আগারগাঁও পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে মনিরের একটি পা কেটে ফেলা হয়েছে। মনির এখনো ওই হাসপাতালেই আছেন, বলে জানান তিনি।

শুক্রবার রাতে ইসমাইলের লাশ বাড়িতে নিয়ে আসা হয়। রাতেই জানাজা শেষে ছোট শৌলা গ্রামে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে বলেও জানান তার চাচা।

এ বিষয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ বলেন, শুক্রবার ভোর রাতের কোন এক সময়ে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাচ্চর এলাকায় একটি দুর্ঘটনায় ইসমাইল হোসেন জমাদার নামে একজনের মৃত্যু হয়েছে। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ শনাক্তের পর পরিবারের কাছে তা হস্তান্তর করা হয়েছে।

Header Ad

বিচারের আগে আ.লীগের মাঠে থাকার সুযোগ নেই: উপদেষ্টা নাহিদ

ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে সম্মুখ সারিতে থেকে নেতৃত্বদানকারীদের মধ্যে অন্যতম নাহিদ ইসলাম। বর্তমানে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি একটি গণমাধ্যমে দেশের বর্তমান অবস্থা নিয়ে কথা বলেছেন। গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা কথা বলেছেন সেই প্রসঙ্গেও।

আওয়ামী লীগ নিয়ে এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে মানুষ মেরে, আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। তাদের কেবল বিচারের কাঠগড়াতেই উঠতে হবে না, ক্ষমা চাইতে হবে জনগণের কাছে। বিচার প্রক্রিয়ার আগে তাদের মাঠে থাকার অধিকার নেই, সুযোগও নেই।

তথ্য উপদেষ্টা আরও বলেন, সরকার কোনো দলের কাছে নয়, জনগণের আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ। তাই বিএনপি দ্রুত নির্বাচনের জন্য যতোই চাপ দিক, সংস্কার কমিশনের কাজের ওপর ভিত্তি করেই নির্বাচনের দিকে এগোবে সরকার।গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে অন্তরায় যে আইনগুলো রয়েছে সেগুলো পর্যালোচনা করা হবে। অর্থনৈতিক-রাজনৈতিক নিরাপত্তা আরও আনুষঙ্গিক বিষয়গুলো আলোচনা পর্যালোচনা করে একটি রূপরেখা করার চেষ্টা করবো আমরা। যাতে নির্বিঘ্নে স্বাধীনভাবে এদেশে মানুষ গণমাধ্যম চর্চা করতে পারে।

তিনি আরও বলেন, গণমাধ্যম সংস্কারে গঠিত কমিশন এমন আইন করবে যাতে ভবিষ্যতে কেউ গণমাধ্যমে খবরদারি চালাতে না পারে।

গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার একের পর এক দাবি আদায়ের আন্দোলন সামলাতে হচ্ছে। এ বিষয়ে নাহিদ বলেন, কিছু দাবি ন্যায্য হলেও সবগুলো নয়। এসব দাবির আড়ালে ষড়যন্ত্রও থাকতে পারে।

Header Ad

মাকে হত্যার পর থানায় হাজির ছেলে

ছবি: সংগৃহীত

কক্সবাজারে মাকে হত্যা করে থানায় এসে আত্মসমর্পণ করেছেন হোসাইন মোহাম্মদ আবিদ নামের এক যুবক।

শুক্রবার (২২ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে শহরের পশ্চিম বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, চিকিৎসার জন্য চট্টগ্রামে মেয়ের বাসায় ছিলেন আবিদের বাবা নিয়াজ আহমেদ। ফলে বাড়িতে ছিলেন আবিদ ও তার মা। মাদকের টাকা জোগাড় করতে প্রায় সময় মা আনোয়ারা বেগমকে অত্যাচার করতেন আবিদ। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজ বাড়িতে মাকে নৃশংসভাবে হত্যা করে থানায় এসে নিজেই আত্মসমর্পণ করেন তিনি। নিহত আনোয়ারা বেগমের মুখ, মাথা ও হাতে কোপের চিহ্ন রয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস জানান, হোসাইন মোহাম্মদ আবিদকে আটক করা হয়েছে। হত্যার কারণ জানতে তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Header Ad

সর্বশেষ সংবাদ

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পরীমণির প্রথম স্বামী
বিচারের আগে আ.লীগের মাঠে থাকার সুযোগ নেই: উপদেষ্টা নাহিদ
মাকে হত্যার পর থানায় হাজির ছেলে
৮ ক্রিকেটারসহ ৯ জনকে নিষিদ্ধ করলো বিসিবি
উপদেষ্টাদের যাচ্ছেতাই কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না: রিজভী
ভিসা কবে উন্মুক্ত করবে সেটা ভারতের নিজস্ব ব্যাপার: হাসান আরিফ
জুরাইন রেলক্রসিং ছাড়লেন রিকশাচালকরা, ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
সাফজয়ী নারী ফুটবলার আইরিনকে নওগাঁয় সংবর্ধনা
বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে পাকিস্তান
বেনাপোলে সীমান্ত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার
পুলিশ-অটোরিকশা চালক সংঘর্ষ, ঢাকা-পদ্মা সেতু ট্রেন চলাচল বন্ধ
ভারতীয় সাবমেরিনের সঙ্গে মাছ ধরা নৌকার সংঘর্ষ, নিখোঁজ ২
সংসার ভাঙার দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান
ঢাকায় পৌঁছেছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি
আ.লীগকে নির্বাচনের সুযোগ দেওয়ার বিষয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরলেন আরও ৮২ বাংলাদেশি
পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে সন্ত্রাসী হামলা, নিহত ৪৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন
তামিমকে অধিনায়ক করে বাংলাদেশের দল ঘোষণা