শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১
Dhaka Prokash

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে একসঙ্গে অভিষেক-ঐশ্বরিয়া  

ছবিঃ সংগৃহীত

 

ঐশ্বরিয়া ও অভিষেকের ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই নানা চর্চা চলে। এমনকি আলোচনা বিচ্ছেদ পর্যন্তও গড়ায়। বিচ্ছেদের সব গুঞ্জন উড়িয়ে একসঙ্গে দেখা গেল এবার বলিউডের জনপ্রিয় দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনকে। তাদের সঙ্গেই ছিলেন মেয়ে আরাধ্যা। এমন পরিস্থিতিতে বিচ্ছেদের জল্পনায় পানি ঢেলে দিলেন জুনিয়র বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে মুম্বাইয়ের সান-অ্যান্ড-স্যান্ড হোটেলে একটি বিয়ের রিসেপশনে একসঙ্গে ধরা দিলেন দুজনে। এবার সেই গুঞ্জনে ইতি টানলেন এ দম্পতি।

কলকাতা২৪/৭ সূত্রে জানা গেছে, অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের বিচ্ছেদের খবর এখন টক অব দ্য টাউন৷ দীর্ঘদিন ধরেই তাদের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন চলছে৷ সেই গুঞ্জনে এবার ইতি টানলেন বলিউডের এই পাওয়ার কাপল৷ বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের সান-অ্যান্ড-স্যান্ড হোটেলে একটি বিয়ের রিসেপশনে একসঙ্গে ধরা দিলেন দু’জনে। আয়েশা ঝুলকা, অনু রঞ্জন এবং অন্যান্য সেলিব্রিটির সঙ্গে পোজও দিলেন হাসিমুখে। পার্টিতে উপস্থিত ছিলেন ঐশ্বরিয়ার মা বৃন্দা রাইও৷

দীর্ঘদিন কোনো অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায়নি অভিষেক ও ঐশ্বরিয়াকে৷ বচ্চন পরিবারের সঙ্গেও দূরত্ব বেড়েছিল রাই সুন্দরীর৷ সম্প্রতি দুবাইয়ের একটি অনুষ্ঠানে ঐশ্বরিয়ার নামের পাশ থেকে উধাও হয়েছিল বচ্চন পদবি৷ এদিকে নিমরত কৌরের সঙ্গে অভিষেকের সম্পর্ক নিয়ে শুরু হয় কানাঘুষা৷ কিন্তু এতদিনের জল্পনায় রীতিমতো পানি ঢাললেন জুনিয়র বচ্চন ও সাবেক বিশ্বসুন্দরী৷ তারা একফ্রেমে ধরা দিতেই ভাইরাল হলো অ্যাশ-অভির ছবি৷

ফিল্ম প্রযোজক অনু রঞ্জন অভিষেক-ঐশ্বরিয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে করে লিখেলেন—অনেক ভালোবাসা ও উষ্ণতা। ফিল্ম প্রযোজক মনীশ গোস্বামীর শেয়ার করা একটি ছবিতে দেখা গেছে, একে অপরের কাছাকাছি দাঁড়িয়ে অতিথির সঙ্গে ছবি তুলছেন বচ্চন দম্পতি। অভিনেত্রী আয়েশা ঝুলকাও পার্টির নানা মুহূর্তের ছবি শেয়ার করেছেন৷ অনলাইন ফিল্ম স্ট্রিমিং পরিষেবা।

এর আগে আরাধ্যার জন্মদিনেও কাছাকাছি এসেছিলেন অভিষেক ও ঐশ্বরিয়া। মেয়ে ১৩তম জন্মদিনও একসঙ্গে সেলিব্রেট করেছিলেন তারা। নেটিজেনরা অবশ্য প্রাথমিকভাবে মনে করেছিলেন, মেয়ের জন্মদিনের পার্টিতে যাননি অভিষেক৷ কিন্তু পরে একটি ভিডিও প্রকাশ্যে আসে, যেখানে একসঙ্গে দেখা যায় ঐশ্বরিয়া ও অভিষেককে৷

তাদের সাম্প্রতিক ছবি দেখে বোঝা দায়, তাদের মধ্যে দূরত্ব বেড়েছিল৷ হতে পারে জুনিয়র বচ্চনের সঙ্গে মান-অভিমানের পালা মিটিয়ে ফেলেছেন রাই সুন্দরী ৷ আবার এটিও হতে পারে আদৌ হয়তো কোনো দূরত্বই তৈরি হয়নি৷ সবটাই ছিল জল্পনা৷

উল্লেখ্য, ২০০৭ সালে গাঁটছড়া বাঁধেন অভিষেক ও ঐশ্বরিয়া৷ ২০১১ সালে তাদের জীবনে আসে মেয়ে আরাধ্যা৷

Header Ad
Header Ad

শিরোপা জিতলে লঞ্চে বরিশাল যাবেন তামিমরা

ছবি: সংগৃহীত

গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবারও ফাইনালে জায়গা করে নিয়েছে। দলটির মালিক মো. মিজানুর রহমান আগেই ঘোষণা দিয়েছিলেন, শিরোপা জিতলে পুরো দল ও ট্রফি নিয়ে লঞ্চে করে বরিশাল যাবেন। যদিও গতবার এটি সম্ভব হয়নি, তবে এবার সেই স্বপ্ন বাস্তবায়নের পরিকল্পনা করছেন তারা।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল ফাইনালে চিটাগং কিংসের মুখোমুখি হবে বরিশাল। ট্রফি জিতলে এবার লঞ্চযাত্রা নিশ্চিত করতে চান অধিনায়ক তামিম ইকবাল। বৃহস্পতিবার অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “গতবার যেতে পারিনি, কিন্তু এবার যদি আল্লাহ আমাদের ওপর রহমত করেন, তাহলে অবশ্যই ট্রফি নিয়ে লঞ্চে করে বরিশাল যাব।”

বরিশালের সমর্থকদের উচ্ছ্বাসের কথা উল্লেখ করে তামিম বলেন, “আমরা খুবই ভাগ্যবান যে বরিশালের হয়ে খেলতে পারছি। বিপিএলে প্রতিটি দলের আলাদা সমর্থক গোষ্ঠী রয়েছে, আর বরিশাল সেই জায়গায় সফলভাবে নিজেদের জায়গা করে নিয়েছে। যেখানেই ম্যাচ হোক, বরিশালের দর্শক সবসময় আমাদের পাশে থাকে।”

শিরোপার লড়াই নিয়ে আত্মবিশ্বাসী বরিশালের অধিনায়ক বলেন, “ট্রফি এমন এক জিনিস, যারা পাঁচবার জিতেছে, তারাও আবার চায়। আমরাও চাই ছয়বার জিততে। প্রতিপক্ষও দুর্দান্ত দল, খুলনা শেষদিকে শক্তিশালী হয়েছে। ফাইনাল ম্যাচে নির্দিষ্ট দিনে সেরা পারফরম্যান্স করাই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের পরিকল্পনা ধরে রাখবো এবং সেরা ক্রিকেট খেলার চেষ্টা করবো।”

তামিম নিজে চট্টগ্রামের ছেলে হওয়ায় এই ফাইনালে চট্টগ্রামের সমর্থকরা কাকে সমর্থন করবেন, তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তবে এ নিয়ে কোনো সংশয় নেই তামিমের, তিনি বলেন, “চট্টগ্রামের মানুষ চিটাগং কিংসকেই সমর্থন করুক, আমি ব্যাটিংয়ে নামলে হয়তো একটু চিয়ার করতে পারে।”

এবারের বিপিএল ফাইনাল নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। বরিশাল কি পারবে লঞ্চভ্রমণের স্বপ্ন বাস্তবায়ন করতে, নাকি চট্টগ্রাম শিরোপা হাতছাড়া করবে-সেটি জানা যাবে শুক্রবার রাতে।

Header Ad
Header Ad

থানার ফেসবুক আইডিতে শেখ হাসিনার ভিডিও শেয়ার, পরবর্তীতে ডিলিট

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিঙ্গাইর থানার নামে ব্যবহৃত একটি ফেসবুক আইডি থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভিডিও শেয়ার করার পরপরই তা ডিলিট করা হয়েছে। ভিডিওটি শেয়ার করার ৩৫ মিনিটের মধ্যেই সরিয়ে ফেলা হয়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ১৪ মিনিটে Singair PS নামক ফেসবুক আইডিতে ভিডিওটি আপলোড করা হয়। তবে ১২টা ৪৯ মিনিটের মধ্যে সেটি মুছে ফেলা হয়। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।

এ প্রসঙ্গে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, থানার ফেসবুক আইডি থেকে ভিডিও শেয়ার হওয়ার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। তিনি বলেন, "এই আইডিটি আমি দায়িত্ব নেওয়ার আগেই তৈরি করা হয়েছিল। ভিডিওটি শেয়ার হওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে এমনটি করে থাকে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

তিনি আরও জানান, পোস্টটি ডিলিট করার পর থানার পক্ষ থেকে ফেসবুক পেইজে একটি লিখিত বার্তা দেওয়া হয়। সেখানে বলা হয়, ভিডিওটি শেয়ার হওয়ার পেছনে প্রযুক্তিগত ত্রুটি বা হ্যাকিংয়ের সম্ভাবনা থাকতে পারে। তবে এটি পুরোপুরি অনিচ্ছাকৃত ও অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিষয়টি জানার পরপরই তা দ্রুত ডিলিট করা হয়েছে।

সিঙ্গাইর থানা এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

Header Ad
Header Ad

দেশি-বিদেশি মিডিয়াসহ আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যত দ্রুত সম্ভব আয়নাঘর পরিদর্শনে যাবেন। দেশি-বিদেশি গণমাধ্যমসহ তিনি আয়নাঘর পরিদর্শনে যাবেন।

আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।

উপদেষ্টা পরিষদের সভায় রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার বিষয়েও আলোচনা হয়। টিসিবির মাধ্যমে পণ্য পরিবহণ, ব্যাপকহারে আমদানি ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা নিয়ে আলোচনা হয়।

এছাড়া, সভায় রমজানে লোডশেডিং না রাখা এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা হয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

শিরোপা জিতলে লঞ্চে বরিশাল যাবেন তামিমরা
থানার ফেসবুক আইডিতে শেখ হাসিনার ভিডিও শেয়ার, পরবর্তীতে ডিলিট
দেশি-বিদেশি মিডিয়াসহ আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা
অভিনেত্রী মেহের আফরোজ শাওন গ্রেফতার
মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ
৩২ নম্বরে হামলা-ভাঙচুর শেখ হাসিনার বক্তব্যের ক্ষোভের বহিঃপ্রকাশ: পররাষ্ট্র উপদেষ্টা
দেহটা ছাড়া কোনোকিছুই আমার ছিল না, একসময় খুনিও ভাড়া হয়েছিল: পপি
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
৩২ নম্বরে ভাঙচুরে একটি মহলের ষড়যন্ত্র থাকতে পারে: বিএনপি নেতা হাফিজ উদ্দিন
৩২ নম্বরের বাড়িতে ভাঙচুর জনমনে গভীর ক্রোধের বহিঃপ্রকাশ: বিবৃতিতে প্রধান উপদেষ্টা
নওগাঁয় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
ভারতের মেঘালয়ে ৯ বাংলাদেশি গ্রেপ্তার, উদ্ধার ভুয়া আধার কার্ড ও মোবাইল
ধানমন্ডি ৩২ নম্বরে মিলল রহস্যময় আয়নাঘরের খোঁজ!
শিবলী রুবাইয়াতের জামিন শুনানি করলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা!
প্রযুক্তির জোয়ারে ছাপা পত্রিকা ও রেডিওর জনপ্রিয়তা কমছে: বিবিএস জরিপ
‘স্যার’ সম্বোধন না করায় গলা ধাক্কা দিয়ে বের করে দেয়ার হুমকি দিলেন এসপি!
কাশ্মীর ইস্যুতে যুদ্ধের হুঁশিয়ারি, ভারতের শক্তিকে ভয় পায় না পাকিস্তান: সেনাপ্রধান আসিম মুনির
‘কাউয়া কাউয়া’ স্লোগানে নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ
ধানমন্ডি ৩২ নম্বর থেকে রড, দরজা যে যা পাচ্ছেন নিয়ে যাচ্ছেন
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন