আসছে ‘অ্যাভাটার টু’
জেমস ক্যামেরনের সিনেমায় বরাবরই থাকে নিত্যনতুন চমক। সেই সঙ্গে এক বিশাল কর্মযজ্ঞ। টারমিনেটর সিরিজের পর টাইটানিক সিনেমার মধ্য দিয়ে তিনি গোটা বিশ্বে আলোড়ন তুলেছিলেন। তবে ক্যামরন এরপর ২০০৯ সালে নিয়ে আসেন এক ভিন্ন চলচ্চিত্র–অ্যাভাটার। বৈজ্ঞানিক কল্পকাহিনীর উপর নির্মিত হয় চলচ্চিত্রটি। ভিনগ্রহের প্রাণীদের পক্ষে দাঁড়িয়ে দখলদার মানুষের বিরুদ্ধে আওয়াজ তোলার মানবিকতা ওই সিনেমায় দেখানো হয়।
মুক্তির পরপরই বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল অ্যাভাটার। অস্কারজয়ী পরিচালক জেমস ক্যামেরন ২০১২ সালে ঘোষণা দিয়েছিলেন অ্যাভাটারের সিক্যুয়েল বানানোর। পরপর তিনটি সিক্যুয়েলের মুক্তির তারিখও জানিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান টুয়েন্টিথ সেঞ্চুরি। বলা হয়েছিল পর্যায়ক্রমে ২০১৪, ২০১৬ এবং ২০১৮ সালে মুক্তি পাবে সিনেমাগুলো। দ্বিতীয় সিনেমাটির শুটিংও শুরু হয়েছিল। তবে ওই ঘোষণাটি বাস্তবতা পায়নি। দ্বিতীয় সিক্যুয়েলের শুটিং হয়েছে পানির নিচে। তবে পানির নিচে দৃশ্যধারণ করতে ক্যামেরনের যে প্রযুক্তিগত সাহায্য দরকার ছিল, তা তিনি পাচ্ছিলেন না। এই প্রযুক্তিগত সীমাবদ্ধতায় ক্যামেরনকে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয়েছে।
ক্যামেরনের মতে, এই সিনেমাটিতে এমন কিছু থাকবে, যা এর আগে কেউ দেখায়নি। আর সে জন্যই এই দীর্ঘ অপেক্ষা। কথা ছিল সিনেমাটি ২০২০ সালে মুক্তি পাবে। তবে করোনা মহামারির ফলে তা সম্ভব হয়নি। মুক্তির নতুন তারিখ জানিয়েছেন ক্যামেরন। চলতি বছরের ১৬ ডিসেম্বর মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত ‘অ্যাভাটার টু’।
দ্বিতীয় সিক্যুয়েলে আগের চরিত্রগুলোই রাখা হয়েছে। স্যাম ওয়ার্থিংটন, জো সালডানা, স্টিফেন ল্যাং, জিওভান্নি রিবিসি, জোয়েল ডেভিড মুর, দিলীপ রাও, সিসিএইচ পাউন্ডার, ম্যাট জেরাল্ডরা আগের মতোই পর্দায় হাজির হবেন নিজ নিজ চরিত্রে। তবে সিগর্নি ওয়েভারকে দেখা যাবে নতুন এক চরিত্রে। এই সিরিজে পর্দায় আরও দেখা যাবে কেট উইন্সলেট, ক্লিফ কার্টিস, এডি ফ্যালকো, ব্রেন্ডন কাওয়েল, মিশেল ইয়োহ, জেমাইন ক্লেমেন্ট, ওনা চ্যাপলিন, ভিন ডিজেল এবং সিজে জোন্সের মতো তারকাদের। আর এমন দুর্দান্ত সব চমকের জন্য ভক্তদের আরও ১১ মাস অপেক্ষা করতে হবে।
এসএ/