১৫ বছর প্রেম করে বিয়ে করলেন কীর্তি সুরেশ
কীর্তি সুরেশ অবশেষে তার বর অ্যান্টনি থাটিল। ছবিঃ সংগৃহীত
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ অবশেষে তার দীর্ঘদিনের প্রেমিক অ্যান্টনি থাটিলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। সম্প্রতি কীর্তি সোশ্যাল মিডিয়াতে বিয়ের ছবি শেয়ার করেছেন, যা ভক্তদের মধ্যে প্রশংসার ঝড় তুলেছে।
সম্পর্ক ১৫ বছরের পুরনো। স্কুলজীবন থেকে শুরু হওয়া এই বন্ধুত্ব পরবর্তীতে প্রেমে রূপান্তরিত হয়, যা এখন বিয়েতে পরিণত হল।
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে গোয়ায় তাদের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখানে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতি ছিল। বিয়ের উৎসব ৯ ডিসেম্বর থেকে শুরু হয়ে তিন দিনব্যাপী চলছিল।
অনুষ্ঠানে দক্ষিণী ও বলিউডের অনেক তারকা উপস্থিত ছিল, যেমন থালাপতি বিজয়, অ্যাটলি কুমার, নায়নী, বরুণ ধাওয়ান প্রমুখ।
কীর্তি সুরেশ ২০০০ সালে শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন এবং ২০১৩ সালে নায়িকা হিসেবে অভিষেক হয়। ২০১৮ সালে 'মহানতি' সিনেমায় অভিনয়ের জন্য তিনি জাতীয় পুরস্কার লাভ করেন। সম্প্রতি 'বেবি জন' সিনেমার গান 'নাইন মাটাজা'তে তার আবেদনময়ী রূপ প্রশংসিত হয়েছে।