বাঙালি সাজে দাদাসাহেব ফালকে পুরস্কার নিলেন মিঠুন চক্রবর্তী
দাদাসাহেব ফালকে পুরস্কার নিলেন মিঠুন চক্রবর্তী। ছবি: সংগৃহীত
ভারতের চলচ্চিত্রের সব থেকে শ্রেষ্ঠ ও সম্মানের পুরস্কার হচ্ছে এই দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড, যা পেয়েছেন এবার বলিউডের বাঙালি অভিনেতা মিঠুন চক্রবর্তী (যার আসল নাম গৌরাঙ্গ চক্রবর্ত্তী)।
মঙ্গলবার (৮ অক্টোবর) দিল্লির বিজ্ঞান ভবনে ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেখানেই এ সম্মানে ভূষিত হন তিনি।
এদিন অভিনেতার পরনে ছিল, অফ হোয়াইট রঙের পাঞ্জাবি আর সাদা ধুতি ৷ সঙ্গে উত্তরীয়। ‘শো রিল’ দেখানোর সময় আবেগঘন দেখায় তাঁকে। হাতে চোট, সেই কারণেই প্লাস্টার হাতে মঞ্চে উঠতে সহযোগিতা নিতে হয়। পুরস্কার গ্রহণের পর দিলেন স্পিচ। মজার ছলে বলা নানা গল্পে মুগ্ধ হলেন দর্শক।
এ নিয়ে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হলেন মিঠুন। অবশ্য আগেই ঘোষণা করা হয়েছিল কারা পেতে যাচ্ছেন এই দাদাসাহেব ফালকে পুরস্কার।
পুরস্কার হাতে মিঠুন চক্রবর্তী বলেন, “মানুষ বলত, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কালো রং চলবে না। এখানে কেন এসেছ? ফিরে যাও, রাস্তা দিয়ে যেতে যেতে লোকে কালিয়া বলত? আমি ভাবতাম, কী করব? ভগবানকে বলতাম, কী করব, এই রং তো পাল্টাতে পারব না। ভাবতাম যে আমি নাচতে জানি, পা দিয়ে এমন নাচব, যাতে লোকে আমার গায়ের রং না দেখে আমার পায়ের দিকে দেখে, যেই ভাব সেই কাজ। পা থামতে দেইনি। এরপর এক পর্যায়ে লোকে তখন আমার রং ভুলে গেল, আমি হয়ে গেলাম সেক্সি, ডাস্কি বাঙালি বাবু।”
উল্লেখ্য, চলচ্চিত্রের পাশাপাশি তিনি প্রথমে বাম রাজনীতি এবং পরে তৃণমূল এবং বর্তমানে দেশের ক্ষমতাসীন বিজেপি দলের সঙ্গে রয়েছেন। রাজনীতির পাশাপাশি সমাজসেবা-ও তার অন্যতম নেশা।