আনন্দে কাঁদলেন নিপুণ, বললেন সত্যের জয় হয়েছে
অভিযোগ প্রমাণিত হওয়ায় জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে সাধারণ সম্পাদক হিসেবে নিপুণকে বিজয়ী ঘোষণা করেছেন আপিল বোর্ড। এই ঘোষণায় আনন্দে কাঁদলেন নিপুণ আক্তার। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন ‘সত্যের জয় হয়েছে’।
শনিবার (৫ফেব্রুয়ারি) সন্ধ্যায় জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হিসেবে নিপুণকে বিজয়ী ঘোষণা করেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।
জয়ী হওয়ার ঘোষণা শুনে সঙ্গে সঙ্গে কেঁদে ফেলেন নিপুণ। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি অনেক জায়গায় গেছি, দ্বারে দ্বারে ঘুরেছি। পীরজাদা শহীদুল হারুনের (শিল্পী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার) কাছে গিয়েছিলাম। আমাকে কেউ হেল্প করেননি। যাক শেষ পর্যন্ত সত্যের জয় হলো। আপনারা আমার জন্য দোয়া করবেন।’
শনিবার বিকেল ৫টায় এফডিসিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী সাধারণ সম্পাদক পদে জায়েদ খান ও কার্যকরী সদস্য পদে চুন্নুর নির্বাচনে আচরণবিধি না মানার অভিযোগ নিয়ে বৈঠকে বসে আপিল বোর্ড। সেখানে উপস্থিত ছিলেন- আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান, বোর্ডের সদস্য মোহাম্মদ হোসেন, অভিযোগকারী নিপুণ ও নব নির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন। তবে এ বৈঠকে দুই অভিযুক্ত উপস্থিত ছিলেন না। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন আপিল বোর্ডের চেয়ারম্যান।
সোহানুর রহমান সোহান জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় জায়েদ খান ও চুন্নুর প্রার্থিতা বাতিলা করা হলো। সেইসঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হলো।
এরমধ্য দিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি নিয়ে জটিলতার অবসান ঘটবে। তবে আপিল বোর্ডের এই রায় মেনে নিয়েছেন কি না সে বিষয়ে জায়েদ খানের মন্তব্য মেলেনি।
এএম/আরএ