বুবলীকে শুভেচ্ছা জানালেন রিয়াজ

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলীকে শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়ক রিয়াজ। একটি মুঠোফোন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন এই নায়িকা। আর এই অনুষ্ঠানেই রিয়াজ শুভেচ্ছা জানালেন বুবলীকে।
আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর এক অভিজাঁত রেস্তোরাঁয় জমকালো আয়োজনে প্রতিষ্ঠানটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন বুবলী।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আয়োজনের মার্কেটিং পার্টনার পিংকের এমডি চিত্রনায়ক রিয়াজ, এডিসন গ্রুপের এমডি জাকারিয়া শহীদ, নির্মাতা ও উপস্থাপক আমজাদ হোসেনসহ অনেকেই।
অনুষ্ঠানে নায়িকা বুবলীকে স্বাগত জানিয়ে রিয়াজ বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রির চমৎকার একজন অভিনেত্রী বুবলী। তার ক্যারিয়ার গ্রাফ প্রেরণা দেয়। মাস পিপলের কাছে তার গ্রহণযোগ্যতাও দারুণ। তাকে আমরা এই পরিবারে পেয়ে আনন্দিত।’
এএম/এসএ/
