প্রকাশিত হলো পৃথ্বীরাজের শেষ গান

তরুণ গায়ক, সুরকার ও সংগীত পরিচালক পৃথ্বীরাজ। ২০১৯ সালের ১৫ ডিসেম্বর মারা যান। তার অকাল প্রয়াণ আজও কাঁদায় সংগীতাঙ্গনের মানুষদের। প্রয়াণের প্রায় দুই বছর পর প্রকাশিত হলো পৃথ্বীরাজের শেষ সংগীতায়োজনে রবীন্দ্রসংগীত ‘হৃদয়ের একূল ওকূল’।
গানটি ব্যবহার করা হয়েছে অঞ্জন আইচের ‘আগামীকাল’ চলচ্চিত্রে। মৃত্যুর আগে আগেই গানটির সংগীতায়োজন করেছিলেন পৃথ্বীরাজ। গানটিতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী জানে ইশরাত।
পর্দায় এই গানে অভিনয় করেছেন মামনুন ইমন ও সূচনা আজাদ। শুক্রবার সন্ধ্যা ৭টায় গানটি প্রকাশ পায় ইউটিউব চ্যানেল ‘টাইগার মিডিয়া’য় ও ফেসবুক পেইজ ‘টুটুল চৌধুরী’তে। ‘আগামীকাল’ চলচ্চিত্রটি মুক্তি পাবে এ বছরের ৪ মার্চ।
এএম/এসএ/
