অবশেষে স্থায়ী জামিন পেলেন মিথিলা
এবার স্থায়ী জামিন পেলেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির এক গ্রাহকের করা মামলায় স্থায়ী জামিন পেয়েছেন তিনি। এক আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মুখ্য মহানগর হাকিম রেজাউল করিম তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।
এদিন হাইকোর্টের দেওয়া আট সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করেন এই অভিনেত্রী। বিচারক শুনানি শেষে পুলিশ প্রতিবেদন দাখিল হওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ১৩ ডিসেম্বর অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়ার আট সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট।
গত বছরের ২১ নভেম্বর ঢাকার আদালতে তাহসান, মিথিলা ও শবনম ফারিয়াসহ নয়জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক। বাদীর জবানবন্দি গ্রহণ করে ধানমন্ডি থানাকে মামলার অভিযোগ এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত। মিথিলা ছিলেন ইভ্যালি লাইফস্টাইলের শুভেচ্ছা দূত।
এরপর ৪ ডিসেম্বর মামলার অভিযোগ এফআইআর হিসেবে গ্রহণ করে ধানমন্ডি থানা। পরের দিন ঢাকার আদালতে পাঠানা হয়।
এএম/এসআইএইচ