পুরস্কারের খবর পেয়ে কেঁদেছি: মাসুম আজিজ
শিল্পকলায় বিভিন্নক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় একুশে পদক ২০২২ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে করেছে বাংলাদেশ সরকার।
অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় একুশে পদক পেয়েছেন অভিনেতা মাসুম আজিজ। পদক প্রাপ্তির অনুভূতি জানিয়েছেন ঢাকাপ্রকাশকে।
মাসুম আজিজ বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে অসুস্থ। এরমধ্যে একুশে পদক পাওয়ার খবর পেয়ে আমি কান্না করেছি। সারাজীবন অভিনয় করে গেছি। অভিনয়ে রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়ে অন্যরকম আনন্দ হচ্ছে। আমার একুশে পদক পাওয়ার খবরে অভিনেতা, অভিনেত্রী, নির্মাতা, সাংবাদিকসহ সব ধরনের মানুষ যে আনন্দ প্রকাশ করছে তাতে আরও বেশি ভালো লাগছে আমার।’
তিনি আরও বলেন, ‘আসলে একটা মানুষের বেশি চাওয়া থাকে না। আমি পুরস্কারের আশায় কখনও কাজ করিনি। কিন্তু রাষ্ট্র পরিশ্রমের মুল্যায়ন করলে আনন্দের মাত্রা আরও বেড়ে যায়। সবাই আমার জন্য দোয়া করবেন। সুস্থ হয়ে আমি যেনো আরও ভালো ভালো কাজ করতে পারি।’
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে একুশে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
শিল্প-সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় একুশে পদক ২০২২ পাচ্ছেন মোট ২৪ জন। এরমধ্যে সংগীত, নৃত্য ও অভিনয়ের ক্ষেত্রে মাসুম আজিজ ছাড়াও পুরুস্কারের তালিকায় আরও রয়েছেন অভিনেতা নির্মাতা আফজাল হোসেন ও খালেদ খান (মরণোত্তর, অভিনয়), জিনাত বরকতউল্লাহ (নৃত্য), মাহমুদুর রহমান বেণু (সংগীত), ইকবাল হোসেন (সংগীত) ও নজরুল ইসলাম বাবু (মরণোত্তর, সংগীত)।
আরও পড়ুন : একুশে পদক পাচ্ছেন ২৪ বিশিষ্ট নাগরিক
এএম/এমএমএ/