অমিতাভের ‘যুন্ধ’ আসছে মার্চে
কোভিড-১৯-এ মুক্তি পেতে দেরি হওয়ার পর ভারতীয় সিনেমার মহাতারকা অমিতাভ বচ্চনের ক্রীড়া সিনেমা ‘যুন্ধ’ মার্চের চার তারিখে দেশটির হলগুলোতে মুক্তি পাবে।
ছবিটি হিন্দি ভাষার চলচ্চিত্রে বা বলিউডের সিনেমা ভুবনে নাগরাজ পপাটরাও মানজুলের পরিচালক হিসেবে অভিষেক ঘটাবে।
তিনি মারাঠি (মহারাষ্ট্র প্রদেশের আদি অধিবাসী ও প্রদেশটির প্রাদেশিক ভাষা) ব্লকবাস্টার সিনেমা ‘সাইরাট’ ও সমালোচকদের প্রশংসিত ‘ফানড্রাই’র জন্য সবচেয়ে পরিচিত।
২০১৬ সালে বেরুনো ‘সাইরাট’ তিনি নিজেই প্রযোজনা করেছিলেন।
মারাঠি ভাষারই সিনেমা ‘ফানড্রাই’ বেরিয়েছিল আরো তিনটি বছর আগে। সিনেমাটির মাধ্যমে মানজুলের চলচ্চিত্রে যাত্রা।
‘যুন্ধ’ নামের বহু প্রতিক্ষিত এই ছবিতে অমিতাভ ভিজি বার্সের ভূমিকায় অভিনয় করেছেন। মহারাষ্ট্রের নাগপুর প্রদেশের এই বাসিন্দাটি আগে ক্রীড়া শিক্ষক ছিলেন। অবসর নিয়েছেন পেশা থেকে। তাকে বস্তিতে ফুটবল খেলার আন্দোলনের অন্যতম পথিকৃত হিসেবে বিবেচনা করা হয়।
গতকাল বুধবার, ২ ফেব্রুয়ারি অমিতাভ বচ্চন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এসেছেন ও ছবিটির নতুন পোস্টার শেয়ার করেছেন।
হিন্দি ভাষার মহাতারকা মাতৃভাষায় লিখেছেন, “এ দলটির সঙ্গে প্রতিযোগিতা করতে তৈরি হোন। আপনার পাশের সিনেমা হলগুলোতে ৪ মার্চ ২০২২-এ ‘যুন্ধ’ মুক্তি পাচ্ছে।”
ছবিটির প্রধান চরিত্রের এই অভিনেতার বয়স এখন ৭৯ বছর।
‘যুন্ধ’ ২০২০ সালে মুক্তি দেওয়া হবে প্রথম ঘোষণা করা হয়েছিল। এরপর পিছিয়ে এসেছে ২০২১ সালের জুনে। দুবারই কোভিড-১৯ মহামারি রোগের কারণে পিছিয়ে দেওয়া হয়েছে।
ছবিটি প্রযোজনা করেছেন বুষন কুমার, কৃষণ কুমার, রাজ হিরেমাথ, সাবিতা রাজ হিরেমাথ, নাজরাজ পপাটরাও মানজুল, গার্গে কুলকানি ও মিনু আরোরা।
আসছে টি-সিরিজ, তান্ডব ফিল্মস এন্টারটেইনেমেন্ট ও আটপাট নামের প্রতিষ্ঠানগুলোর ব্যানারে।
ওএস-পিটিআই অবলম্বনে।