পণ্ডিত বারীণ মজুমদার স্মরণে জাতীয় উচ্চাঙ্গসংগীত সম্মেলন
পণ্ডিত বারীণ মজুমদার স্মরণে শুরু হচ্ছে জাতীয় উচ্চাঙ্গসংগীত সম্মেলন-২০২২। আগামীকাল (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে সদারঙ্গ উচ্চাঙ্গসংগীত পরিষদ বাংলাদেশের আয়োজনে শুরু হচ্ছে এই উৎসব।
তিনদিনব্যাপী আটপর্বে আয়োজিত সম্মেলনের প্রথম দিন এবং প্রথম পর্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরিণ আখতার। বিশেষ অতিথি থাকবেন পণ্ডিত স্বর্ণময় চক্রবর্ত্তী, সভাপতিত্ব করবেন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানে উচ্চাঙ্গসংগীত বিষয়ক বাংলাদেশের একমাত্র নিয়মিত প্রকাশনা ‘সুরশৃঙ্গার’ এর রজতজয়ন্তী স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে। এরপর সন্ধ্যা ৬টা ৩০টা থেকে অনুষ্ঠিত হবে উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠান।
বাংলাদেশে উচ্চাঙ্গসংগীতের ক্ষেত্রে ব্যতিক্রমী ধারার সংগঠন ‘সদারঙ্গ উচ্চাঙ্গসংগীত পরিষদ বাংলাদেশ’ ১৯৯৮ সালে প্রতিষ্ঠা করেন প-িত স্বর্ণময় চক্রবর্ত্তী। সাংস্কৃতিক রুচি বিবর্জিত পুঁজিপতি পরিবেষ্টিত সমাজে উচ্চাঙ্গসংগীত তথা সংগীত ক্ষেত্রে নতুন কর্মপরিকল্পনা বাস্তবায়নের মতো দুঃসাধ্য বিষয়ও বাস্তবায়ন করেছেন তিনি। যার সঙ্গে ছিলেন প্রখ্যাত বিজ্ঞানী অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম।
বিভিন্ন চড়াই-উৎরাই পেরিয়ে ২০২২ সালে প্রতিষ্ঠার রজতজয়ন্তী বর্ষে পদার্পনের গৌরব অর্জন করেছে সদারঙ্গ। উৎসব শেষ হবে আগামী (৫ ফেব্রুয়ারি)।
প্রতিদিন সন্ধ্যা ৬ টায় এবং ৪ ফেব্রুয়ারি সকাল ৯টায় প্রভাতী অধিবেশন, ৫ ফেব্রুয়ারি বিকাল ৪টায় বৈকালিক অধিবেশনে থাকছে উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠান। এ ছাড়া সেমিনার, বিষয়ভিত্তিক আলোচনা, শিশু-কিশোর পর্ব, সদারঙ্গের বর্তমান ও প্রাক্তন সদস্য, উপদেষ্ঠা, পৃষ্ঠপোষক, শুভানুধ্যায়ীদের স্মৃতিচারন পর্ব।
এতে আমন্ত্রণ জানানো হয়েছে দেশের স্বনামধন্য শিল্পীদের পাশাপাশি বাঁশি, বেহালা, তবলা, লহড়া ও মোহনবীণা।
এএম/এমএমএ/