আজ জ্যাকি শ্রফের ৬৫ বছর
হিন্দি সিনেমার অন্যতম অভিনেতা জ্যাকি শ্রফের আজ ৬৫তম জন্মদিন। কোনো বিরতি না নিয়েই তিনি এখনো সিনেমা এবং ওয়েব সিরিজগুলোতে অভিনয় করে চলেছেন। একটি সাধারণ পরিবার থেকে এসে জ্যাকির বলিউডের তারকা হবার যাত্রাপথটি সহজ ছিল না। তিনি বলিউডে কীভাবে স্বপ্ন সত্যি হয়, তার একটি উদাহরণ তৈরি করেছেন। এটি বলাও ভুল হবে না যে তার নিজের জীবনও ছিল সিনেমার মতো।
জ্যাকি শ্রফের ছোটবেলা কেটেছে দারিদ্রতায়। তিনি মুম্বাইয়ের একটি চলে বাস করতেন। একেবারে গরীবরা এগুলোতে সামান্য ভাড়া নিয়ে থাকেন। তাকে স্থানীয়তা ডাকতেন জাগু দাদা। পরিবারের আর্থিক অবস্থা এতই খারাপ ছিল যে, তিনি লেখাপড়া ছেড়ে দিয়েছিলেন। পড়ার পয়সা তাদের ছিল না। সিনেমাতে আসার আগে তিনি একজন রাঁধুনি ও পরে বিমানের ফ্লাইট অ্যাটেনডেন্ট হতে চেষ্টা করেছেন।
বেশ কটি সাক্ষাৎকারে জ্যাকি শ্রফ মনে করেছেন সেই ঘটনাটি যেটি পুরোপুরিভাবে তার জীবনটি বদলে দিয়েছে, “আমি একটি বাসে ওঠার জন্য মুম্বাইয়ের একটি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। একজন মানুষ হঠাৎ এসে জিজ্ঞাসা করলেন, ‘তুমি কি মডেলিং করবে?’ তখন আমার কোনো রোজগার ছিল না। ফলে সঙ্গে, সঙ্গে মানুষটির কাছে জানতে চাইলাম ‘আপনি কি আমাকে পয়সা দেবেন?’ তারপর থেকে আমার জীবন বদলে গেল ও মডেলিং ক্যারিয়ার শুরু করলাম।”
সিনেমাতে তিনি যাত্রা করেছিলেন ‘হিরো’ ছবির মাধ্যমে। ১৯৮৩ সালে বেরিয়েছিল। তারপর একটি রাতের মধ্যেই তিনি একজন তারকা হয়ে গেলেন। তার প্রথম ছবিটির ব্যাপক সাফল্যের পরও দীর্ঘকাল জ্যাকি শ্রফ সেই চলটিতে বাস করেছেন। তার বিরাট একটি ভক্তদল সেখানে ছিল। তারা সারাক্ষণ তাকে দেখে শুনে রাখতো ও অনুসরণ করতো। এমনকি প্রযোজক ও পরিচালকরা পর্যন্ত সেই বাড়িটির বাইরে তাকে তাদের ছবিতে চুক্তিবদ্ধ করতে অপেক্ষায় বসে থাকতেন।
গরিবদের সাহায্য করায় খ্যাতি কুড়িয়েছেন জ্যাকি। মুম্বাই যে প্রদেশে আছে, ভারতের মহারাষ্ট্রের নানাভতী সুপার স্পেশালাইজ হাসপাতালে গরীব রোগীদের তিনি এমনকি ফান্ডগুলো প্রদান করেছেন।
পাশাপাশি বিতর্কিতও বলিউডের এই সুপারস্টার। ১৯৮৬ সালে তিনি অভিযুক্ত হয়েছিলেন সিনেমা অভিনেত্রী টাবুকে উৎপীড়নের। তখন এই বলিউড তারকা অভিনেত্রী ছিলেন খুব কম বয়সের। তার বোন ফারাহর সঙ্গে অভিনয় করছিলেন তখন সিনেমাতে জ্যাকি। এই ঘটনাটি ফারাহই জানিয়েছেন। টাবু এমনকি জ্যাকি শ্রফের সঙ্গে কোনো ছবিতে অভিনয়ও করেননি।
পরের বছর ৫ জুন জ্যাকি একজন মডেল আয়েশা দত্তকে বিয়ে করেছেন। তিনি পরে একজন সিনেমা প্রযোজক হয়েছেন। জ্যাকি শ্রফের প্রতিষ্ঠানটির নাম জ্যাকি শ্রফ এন্টারটেইনমেন্ট। তাদের দুটি সন্তান আছে-টাইগার শ্রফ ও কৃষ্ণা শ্রফ। টাইগার বলিউডে অভিনয় করেন।
২২০টির বেশি সিনেমাতে অভিনয় করেছেন তার সুপারস্টার বাবা। ১৩টি ভিন্ন, ভিন্ন ভাষায়। জিতেছেন ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড।
ওএস।