ইউটিউবারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো: মুনমুন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে বিতর্ক চলছে। বিশেষ করে সাধারণ সম্পাদক পদে নিপুন ও জায়েদ খানের লড়াই থামছেই না৷ নির্বাচনে ১৩ ভোটে হেরে গেছেন নিপুণ। তবে এই ফল মেনে নিচ্ছেন না নিপুন ও তার প্যানেলের কেউ।
তারা অভিযোগ এনেছেন নানাভাবে নির্বাচনকে প্রভাবিত করেছেন জায়েদ খান৷ শিল্পীদের টাকা দিয়ে ভোট কিনেছেন বলে একটি ভিডিও প্রকাশ করেছেন। কিছু স্ক্রিনশটও ফাঁস করেছেন।
সেসব অভিযোগের বিরুদ্ধে আজ সংবাদ সম্মেলনে কথা বলেন জায়েদ খান। সেখানে তার সঙ্গে ছিলেন নায়িকা মুনমুনও।
সম্মেলনে মুনমুন বলেন, 'আমি অনেকদিন ইন্ডাস্ট্রিতে কাজ করেছি৷ নিজেও এক সময় নির্বাচন করেছি। সেই আমার নামে টাকা নেওয়ার অভিযোগ দেওয়া হলো৷ আমি কি ২ হাজার টাকার আর্টিস্ট? জায়েদ তার জন্য ভোট চেয়েছে৷ বলেছে, তার অনেক ঝামেলা চলছে। তাই যোগাযোগ করতে পারেনি। আমার হাতে কালো মাস্ক ছাড়া আর কিছু ছিল না। কিছু ইউটিউবার সেই সময়ের ভিডিও ছেড়ে দিয়েছে৷ সেটা যাচাই বাছাই না করে আমার সহশিল্পীরা আমাকে অপমান করেছেন৷ আমি খুব কষ্ট পেয়েছি।'
এজন্য কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন কি না জানতে চাইলে মুনমুন বলেন, 'ওরা শিল্পী হয়ে আমাকে ছোট করেছে৷ আমি তাদের ছোট করবো না। আমি শিল্পী হয়ে একজন শিল্পীর বিরুদ্ধে আঙুল তুলবো না। তবে আমি ইউটিউবারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।'
এএম/এএস