নিপুনের বিরুদ্ধে মামলা করবেন জায়েদ খান

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে উত্তাল চলচ্চিত্রাঙ্গণ।
রোববার (৩০ জানুয়ারি) বিকালে প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে নির্বাচনে পরাজিত প্রার্থী নিপুন। সেখানে তিনি প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন ও বিজয়ী প্রার্থী জায়েদ খানের বিরুদ্ধে অভিযোগ করে একটি স্ক্রিনশট ফাঁস করেন। পাশাপাশি চিত্রনায়িকা মুনমুনকে টাকা দিয়ে ভোট চেয়েছেন জায়েদ এমন একটি ভিডিও সবার সামনে আনেন।
এসব অভিযোগ নিয়ে সোমবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় এফডিসিতে পাল্টা সংবাদ সম্মেলনের আয়োজন করেন জায়েদ খান। উক্ত সংবাদ সম্মেলনে তার সঙ্গে ছিলেন অভিযুক্ত চিত্রনায়িকা মুনমুন।
জায়েদ খান বলেন, 'আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা। স্ক্রিনশট সব বানানো। আমাকে এভাবে সবার সামনে হেনস্তা করার জন্য আমি নিপুণের বিরুদ্ধে সাইবার সিকিউরিটি আইনে মামলা করব। আমি মুনমুনকে কোনো টাকা দেইনি। আমি টাকা দিলে বিকাশ বা অন্যভাবেও দিতে পারতাম। আমার বিরুদ্ধে এসব অভিযোগ সম্পুর্ণ মিথ্যা।'
এএম/এএস
