বলিউডের আলী কুলি মির্জার সঙ্গে এপিরাসের নতুন গান
দুই ভাই শেখ শফি মাহমুদ এবং শেখ সামী মাহমুদ মিলে গড়ে তুলেছেন এপিরাস। বাংলাদেশের সংগীতাঙ্গণের গণ্ডি পেরিয়ে নিয়মিত কাজ করছেন বলিউডেও।
ইতিমধ্যেই বলিউডে এপিরাসের বেশকিছু গান হয়েছে জনপ্রিয়। এরমধ্যে অন্যতম হলো ‘ইশকাম দিলবার দিদিনা’। যাতে কণ্ঠ দিয়েছিলেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী মিকা সিং এবং আলী কুলি মির্জা। কিছুদিন আগেই ১০০ মিলিয়নের ঘর স্পর্শ করেছে গানটি।
এরপর আবার আলী কুলি মির্জার সঙ্গে নতুন গান নিয়ে এলো এপিরাস। তবে এবার আরও একটু ভিন্নভাবে গানটি সাজানো হয়েছে। এই গানে হিন্দি, পাঞ্জাবি লিরিকের
সাথে রয়েছে বাংলা লিরিক।
টু এম-এর ব্যানারে দুবাই থেকে গানটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। গানটির সুর ও সংগীত আয়োজন করেছে এপিরাস। গানের কথা লিখেছেন রামান জাংওয়াল।
এই গান সম্পর্কে আলী কুলি মির্জা বলেন, ‘করোনা পরিস্থিতির মধ্যে আমরা এই গানটি অনলাইনের মাধ্যমে শেষ করি। ইশকাম গানটি প্রকাশ পাবার পরই আমরা মুম্বাইতে একসঙ্গে কাজ শুরু করি যা সর্বশেষ রেকর্ড হয় দুবাইতে। পরবর্তীতে এপিরাস ফাইনাল প্রোডাকশনের কাজ করে আমাদের এখানে পাঠায় এবং আমরা গানটির শুটিং করি দুবাইতে। ইতিমধ্যে এপিরাসের সঙ্গে আমার বেশ কিছু গান নিয়ে কাজ চলছে। বরাবরের মতোই ওরা আমাকে একটু অবাক করে। আশাকরি আমরা একসঙ্গে আরও ভালো কিছু গান সামনে নিয়ে আসব।’
শফি ও সামী বলেন, ‘ইশকাম' আমাদের সবচেয়ে জনপ্রিয় গান যা আমরা আলী কুলি মির্জার সঙ্গে করি। গানটি এখন বাংলাদেশেও অনেক জনপ্রিয়। এর ধারাবাহিকতায় আমরা আরও বেশকিছু গানের কাজ করে যাচ্ছিলাম।
করোনা পরিস্থিতির কারণে মুম্বাই থেকে কাজ শুরু করলেও ‘তুরা তুরা’ গানটি আমাদের ঢাকার ষ্টুডিও থেকে ফাইনাল করি। গানটি প্রকাশ পাওয়ার পর থেকেই অনেক ভালো সাড়া পাচ্ছি।’
উল্লেখ্য, এই গানটিসহ প্রায় ২৫টিরও বেশি বলিউড সিনেমা এবং একক গানের সংগীত করেছে এপিরাস।
এএম/এমএমএ/