নির্বাচন নিয়ে গুরুতর অভিযোগ নিপুণের
আপিল বোর্ডের চেয়ারম্যান ভোট চেয়েছেন জায়েদের
সদ্য শেষ হওয়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যানের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের গুরুত্বর অভিযোগ তুলেছেন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী চিত্রনায়িকা নিপুণ আক্তার।
রবিবার (৩০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিপুন অভিযোগ করে বলেন, ‘‘এই নির্বাচনে আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন সোহানুর রহমান সোহান। কিন্তু তাকে আমি সাধারণ সম্পাদক প্রার্থী জায়েদ খানের ব্যাজ পরে থাকতে দেখেছি। আমি যখন বিষয়টি নিয়ে সোহানুর রহমানের দৃষ্টি আকর্ষণ করি, তখন তিনি বলেন ‘আমি ঠিক খেয়াল করিনি কখন এটা (ব্যাজ) লাগিয়ে দিয়েছে।’’
নিপুণ আরও অভিযোগ করেন, ‘‘সোহানুর রহমান আপিল বোর্ডের চেয়ারম্যান হয়েও জায়েদ খাদের হয়ে ভোট চেয়েছেন। এ বিষয়টি সোহানুর রহমানকে বলার পরে তিনি তা অস্বীকার করেন। যার কাছে তিনি জায়েদ খানের জন্য ভোট চেয়েছেন, তাকে সামনে নিয়ে আসলে সোহানুর রহমান আমাকে পাশে নিয়ে গিয়ে বলেন, ‘এগুলো বাদ দেন’।’’
নিপুণের অভিযোগ আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহানের বিশেষ প্রার্থীর প্রতি পক্ষপাতিত্ব থাকার কারণে তিনি আপিলে সুবিচার পাননি।
২৮ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খান পেয়েছেন ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার পেয়েছেন ১৬৩ ভোট। নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচনের আপিল বোর্ডে পাঁচ হাজার টাকা জমা দিয়ে আপিল করেন নিপুণ।
আপিলের পর গতকাল শনিবার (২৯ জানুয়ারি) আপিলের বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান ভোট পুনঃগণনা করে ফলাফল অপরিবর্তিত থাকার কথা জানিয়ে দেন।
নিপুণ ও জায়েদ দুইজন দুই প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্যানেল দুইটি ছিল ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদ ও মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল।
এনএইচ/এপি