এফডিসির এমডি নির্বাচনে একটি প্যানেলকে সাপোর্ট দিয়েছেন, ঝন্টুর বিস্ফোরক মন্তব্য
এফডিসির এমডি নির্বাচনে একটি প্যানেলকে সাপোর্ট দিয়েছেন, ঝন্টুর বিস্ফোরক মন্তব্য
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে উত্তাল এফডিসি। গত শুক্রবার (২৮ জানুয়ারি) ছিল সমিতির নির্বাচন। এদিন এফডিসিতে প্রবেশ করতে দেওয়া হয়নি চলচ্চিত্রের ১৭টি সংগঠনের সদস্যদের। তাই আজ রোববার (৩০ জানুয়ারি) এফডিসির ফটকে অবস্থান নিয়েছেন সংগঠনগুলোর নেতা-কর্মীরা।
আজ এফডিসিতে পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘আমরা যদি চলচ্চিত্রের মানুষ হয়ে থাকি, তাহলে এই এমডি এফডিসিতে থাকতে পারবেন না। আমরা রাস্তায় শুয়ে থাকব। এই এমডিকে নিয়ে আমরা এফডিসিতে কাজ করতে চাই না।’
তিনি আরও বলেন, ‘শিল্পী সমিতির নির্বাচনে এফডিসির এমডি নুজহাত ইয়াসমিন একটা প্যানেলকে সাপোর্ট করেছেন। এজন্য আমাদের ঢুকতে দেননি। কারণ আমরা পরিচালকরা এফডিসিতে ঢুকলে ভালো মানুষ পাস করত। খারাপ মানুষ হেরে যেতে পারে এই ভয়ে। এই কাজের জন্য এফডিসিতে উনি থাকতে পারবেন না। উনি থাকলে আমার থাকব না।’
এদিকে সকাল থেকে এফডিসিতে এমডির অপসারণসহ আরও দুই দফা দাবি জানিয়েছে ১৮টি সংগঠন। দাবিগুলো হলো শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনকে অবাঞ্চিত ঘোষণা ও শিল্পী সমিতির নির্বাচন আর কখনো এফডিসিতে হবে না।
এফডিসির এমডির অপসারণ দাবিতে কুশপুত্তলিকাও দাহ দাহ করছেন চলচ্চিত্রের ১৮ সংগঠনের নেতা-কর্মীরা।
এএম/এসএ/