শিল্পী সমিতির নির্বাচন
ভোট দিতে এসে নিরাপত্তা দেখে খুশি অপু বিশ্বাস
শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন। এবার নির্বাচনের দুইটি প্যানেল নির্বাচন করছেন। একটি ইলিয়াস কাঞ্চন-নিপুণ ও অন্যটি মিশা-জায়েদ প্যানেল।
আজ দুপুর ঠিক ১টার সময় এফডিসিতে ভোট দিতে আসেন ঢালিউড কুইন অপু বিশ্বাস৷ এ সময় তিনি বলেন, 'আজ এফডিসিতে প্রবেশ করে খুব শান্তি পেয়েছি। শুধু শিল্পী আর সাংবাদিক ভাই-বোনেরা আছেন। শান্তিপূর্ণ নির্বাচন। আরামে ভোট দিয়েছি। এটা কোনো কাটাকাটি বা মারামারির নির্বাচন নয়। আমার মনে হলো মিলনমেলায় এসেছি।'
'যারা ভোটে অংশ নিচ্ছেন প্রত্যেক শিল্পীর সঙ্গে আমি কাজ করেছি। এটা আমার সৌভাগ্য। যারা জয়ী হবেন তারা যেন নেতৃত্বের জায়গায় ঠিক থাকেন। কিন্তু ভোট নিয়ে কাদা ছোঁড়াছুড়ি করা আমার কাছে কাম্য নয়'- যোগ করেন এ নায়িকা।
তিনি কড়া নিরাপত্তা নিয়ে বলেন, 'অনেকেই এত কড়াকড়ি দেখে মন খারাপ করছেন। আমি বলব এটাই ভালো হয়েছে৷ করোনার কথা মাথায় রাখতে হবে।'
এএম/এসএন