কড়া নিরাপত্তায় শুরু হলো চলচ্চিত্র শিল্পী সমিতির ভোট
পুলিশি কড়া নিরাপত্তায় শুরু হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ। শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) এ নির্বাচন শুরু হয়।
ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। জানা গেছে নির্বাচন উপলক্ষে বিএফডিসির ভেতরে-বাইরে ৩০০জন পুলিশ মোতায়েন রয়েছে।
চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে ৪২৮ জন ভোটার রয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন। সহযোগী কমিশনার জাহিদ হোসেন ও বি এইচ নিশান।
চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ইলিয়াস কাঞ্চন-নিপুন ও মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে কার্যকরী পরিষদের সদস্য পদে আছেন খল অভিনেতা ডন।
এই নির্বাচনে প্রথম ভোট দিয়েছেন ইলিয়াস কাঞ্চন। শুক্রবার সকাল ৯টা ১৬ মিনিটে তিনি ভোট দেন। এরপর অন্যান্য প্রার্থী, সদস্যরা ভোট দেওয়া শুরু করেন।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, ‘আশা করছি ভোটাররা সঠিক প্রার্থীকেই ভোট দেবেন। ভবিষ্যত তো বলা যায় না। তবে এখনো পর্যন্ত ভালোই দেখছি সার্বিক অবস্থা। আর ভোটাররা আসলে আরও ভালোভাবে বোঝা যাবে।’
এত কড়া নিরাপত্তা প্রয়োজন ছিল না বলে মনে করেন ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, ‘এফডিসিতে যখন ঢুকলাম, মনে হচ্ছে যুদ্ধ হবে! এত নিরাপত্তা তো এখানে আসলে দরকার নাই। এখানে সন্ত্রাসী কর্মকান্ড হয় না, নিরাপত্তা একটু কম হলে ভালো হতো।’
এএম/টিটি