টেলিভিশন ও চলচ্চিত্র শিল্পীদের নির্বাচন আজ
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতি ও টেলিভিশন অভিনয় শিল্পীদের উৎসবের দিন আজ ২৮ জানুয়ারি। একই দিনে অনুষ্ঠিত হচ্ছে টেলিভিশন ও চলচ্চিত্র শিল্পীদের নেতা নির্বাচনের আয়োজন।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এবারও নির্বাচন করছে দুটি প্যানেল। এরমধ্যে রয়েছে ইলিয়াস কাঞ্চন-নিপুন প্যানেল এবং মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল।
শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে দিনব্যাপী এই নির্বাচন অনুষ্ঠিত হবে বিএফডিসিতে। একই সময়ে অভিনয় শিল্পী সংঘের নির্বাচন হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে।
সংঘের হয়ে এবারের নির্বাচনে ২১টি পদে লড়াই করছেন ৪৮ জন প্রার্থী। এরমধ্যে সভাপতি পদে লড়াই করছেন আহসান হাবীব নাসিম ও ড. শাহাদাৎ হোসেন (নিপু)।
সহ-সভাপতি পদের তিনটি পদের জন্য লড়াই করছেন ৫ জন, আনিসুর রহমান মিলন, ইকবাল বাবু, তানিয়া আহমেদ, দিলু মজুমদার ও সেলিম মাহবুব। সাধারণ সম্পাদক পদে লড়ছেন রওনক হাসান ও কবীর টুটুল।
দুই যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন নাজনীন হাসান চুমকী, শামীমা তুষ্টি ও জামিল হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন সাজু খাদেম, তুষার মাহমুদ ও জুলফিকার চঞ্চল।
অর্থ সম্পাদক পদে সায়েম সামাদ ও মুহাম্মদ নূর এ আলম। দফতর সম্পাদক পদে মামুন অর রশিদ ও শেখ মেরাজুল ইসলাম। অনুষ্ঠান সম্পাদক পদে মাহাবুবুর রহমান মোল্লা ও রাশেদ মামুনুর রহমান অপু। আইন ও কল্যাণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ঊর্মিলা শ্রাবন্তী কর ও রওনক বিশাকা শ্যামলী। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রাণ রায় ও মুকুল সিরাজ। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে লড়াই করছেন তিনজন- আবুল কালাম আজাদ, মাহাদী হাসান পিয়াল ও সুজাত শিমুল।
এছাড়া সাতটি কার্যনির্বাহী পদের জন্য নির্বাচন করছেন আরও ২০ জন প্রার্থী। অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ।
অন্যদিকে চলচ্চিত্র শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন।
এএম/এএস