যুবরাজ সিংয়ের ছেলে হয়েছে
অভিনেত্রী, মডেল আইটেম গানের নৃত্যশিল্পী হাজেল কিচ ও ভারতীয় ক্রিকেট দলের সবসময়ের অন্যতম সেরা ওয়ানডে তারকা যুবরাজ সিং মঙ্গলবার তাদের প্রথম সন্তানকে স্বাগত জানিয়েছেন।
সেদিন গভীর রাতে খবরটি তারা অন্যদের সঙ্গে শেয়ার করেছেন। হাজেল কিচ তার ইনস্ট্রাগ্রামে লিখেছেন, ‘আমাদের দুজনের সব ভক্তদের, পরিবার ও বন্ধুদের; গর্বিতভাবে শেয়ার করছি যে, আজ আমাদের স্রষ্টা একটি ছেলে দিয়ে আশীর্বাদ করেছেন। আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি এই উপহারের জন্য এবং আপনাদের আমাদের গোপনীয়তা এই মুহূর্তে রাখার জন্য অনুরোধ করছি। কেননা, আমরা একটি ছোট্ট প্রাণকে বিশ্বে স্বাগত জানিয়েছি। এভাবে আমাদের দোয়া করতে অনুরোধ করছি।’
এরপর তারা লাল হৃদযন্ত্রের ইমো প্রদান করেন।
ভক্তরা ভালো ও সেরা আশীর্বাদগুলো হাজেল কিচের আলাদা পোষ্টে দিয়েছেন। তাদের মধ্যে প্রযোজক প্রজ্ঞা কাপুর প্রথমদের অন্যতম, যিনি এই নতুন পিতামাতাকে অভিনন্দন জানিয়েছেন। লিখেছেন, ‘অভিনন্দন! কী দারুণ খবর’।
অভিনেত্রী ও মডেল নেহা ধুপিয়া-প্রধানত বলিউডের, কিছু তেলেগু, পাঞ্জাবি ও মালায়ালাম ভাষা ও সংস্কৃতির ছবিতেও অভিনয় করেছেন। একটি মন্তব্য দিয়েছেন-‘মাম্মি ও ড্যাডি দুজনকেই অভিনন্দন।’
একসময়ের বলিউডের হার্টথ্রুব নৃত্যশিল্পী, বাঙালি বিপাশা বসুও লিখেছেন-‘আপনাদের অভিনন্দন।’
তাদের দুজনের বিয়ের পর থেকে কয়েকবার হাজেলের গর্ভবতী হবার খবর সংবাদমাধ্যম ভরিয়ে দিয়েছিল। তবে কোনোবারই সেগুলোর কোনোটি সত্য প্রমাণিত হয়নি।
গেল নভেম্বরে তারা তাদের পঞ্চম বিয়ে বার্ষিকী উদযাপন করেছেন।
ভারতীয় ক্রিকেট দলের তারকা যুবরাজ সিংয়ের স্ত্রী হাজেল কিচ ব্রিটিশ বাবা ও ইন্দো-মৌরিতানিয়ান হিন্দু মায়ের সন্তান। বেড়ে উঠেছেন ব্রিটেনে। নাচে অত্যন্ত পারদর্শী। ভারতীয় ক্লাসিক্যাল, ব্রিটিশ ও সমসাময়িক ওয়েস্টান খুব ভালো পারেন।
ভালো নাম রোজ ধাওয়ান। মঞ্চে তার নাম হাজেল কিচ আর বিয়ের পর নাম হয়েছে শিখ ধর্মে গুল বসন্ত কাউর। ব্রিটিশ মৌরিতানিয়ান এই সিনেমা ও আইটেম গানের নৃত্যশিল্পী হ্যারি পটার সিরিজে ছোটবেলায় একট্রা হিসেবে অভিনয় করেছেন।
২০১৫ সালে মুম্বাইতে ছুটি কাটাতে এসে সিনেমা শিল্পের নজরে পড়ে যান তিনি। তাই অভিনেত্রী ও মডেলটি ভারতের টিভি ও সিনেমাগুলোতে অভিনয় করে চলেছেন।
বিলা, বডিগার্ড ছবির অভিনেত্রী; সুজুকির মডেল। আইটেম গানেও হিট তার নাচ। ২০১৬ সালের ৩০ নভেম্বর যুবরাজ সিংকে বিয়ে করেছেন।
বলিউড হাঙ্গামা থেকে-ওএস/২৫-১-২০২২।