আমাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে: রিয়াজ

আসন্ন বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী সমিতির নির্বাচনে অংশ নিচ্ছে ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদ। তারকাবহুল একটি প্যানেল দিয়ে এরইমধ্যে তারা আলোচনায় এসেছেন। ভোটারদেরও মধ্যেও বেশ সাড়া ফেলেছেন। আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে এরইমধ্যে প্যানেল পরিচিতি পর্ব সেরেছে মিশা-জায়েদ প্যানেল।
কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে সহ সভাপতি প্রার্থী হয়ে নির্বাচন করছেন জনপ্রিয় চিত্রানায়ক রিয়াজ।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাজধানীর মগবাজার কনভেনশন সেন্টারে কাঞ্চন-নিপুণ প্যানেলের পরিচিতি পর্বের আয়োজন করা হয়। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে করা হয় আয়োজন।
পরিচিতি সভায় চিত্রনায়ক রিয়াজ দাবি করেছেন তাকে খুন করার হুমকি দেওয়া হয়েছে । তাকে বিভিন্ন নাম্বার থেকে ফোন দিয়ে বলা হয়েছে, এফডিসিতে এলে তাকে হত্যা করা হবে। নাম্বারগুলো সংরক্ষন করে রেখেছেন রিয়াজ।
রিয়াজ আরও বলেন, 'আমি কাউকে দোষারোপ করছি না। বিগত কয়েকদিন আমার এই ফোনে অনেক রকম নাম্বার থেকে ফোন আসছে। যে নম্বরগুলো জীবনে কখনো দেখিনি। ফোন দিয়ে বলে, এফডিসিতে গেলে মেরে ফেলবে, হাত–পা ভেঙে ফেলবে। আমি রিয়াজকে তারা খুন করবে। জিডি করিনি, কাউকে বলিনি। যতদূর ব্যবস্থা নেওয়ার, আমি নিয়েছি। আমি সবার সামনে বলতে চাই, সেসব নম্বর মুঠোফোনে সেভ করা আছে। আমি শুদ্ধ মানুষ, আমার তো দূরের কথা, আমার শিল্পী সমিতির একজন মেম্বারের কিংবা এফডিসিতে যে ঝাড়ু দেন, তারও যদি কিছু হয়, আমরা দেখে নেব। এফডিসির মাটি অন্যায় সহ্য করে না।'
এএম/এএস
