নওগাঁর খেজুরের গুড় সঙ্গে নিয়ে যেতে চাই: পার্নো মিত্র
গত এক সপ্তাহ ধরে নওগাঁর পতিসরে শুটিং করছেন কলকাতার অভিনেত্রী পার্নো মিত্র। ফজলুল কবির তুহিন পরিচালিত 'বিলডাকিনী' সিনেমায় অভিনয় করতে ১৮ জানুয়ারি নওগাঁয় আসেন তিনি। কলকাতায় ফেরার সময় এ অঞ্চলের সুস্বাদু খেজুরের গুড় সঙ্গে নিতে চান এ অভিনেত্রী।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) মুঠোফোনে এসব কথা বলেন তিনি।
পার্নো মিত্র বলেন, 'নওগাঁয় শুটিং শুরু হয়েছিল ১২ জানুয়ারি থেকে। আমি ১৮ জানুয়ারি অংশ নিয়েছি। এখানে শুটিং এর শেষ দিন আজ। খুবই হেল্পফুল একজন অভিনেতা মোশাররফ করিম। তিনি অভিনয় দারুণ বোঝেন। তার সঙ্গে আগে কোনো কাজ না করলেও তার অভিনয় দেখেছি। অসাধারণ একজন অভিনেতা। আমাদের দেশে তার অনেক ভক্ত। এই সিনেমায় বেশিরভাগ শুটিং তার সঙ্গে। তার সঙ্গে আমার বোঝাপড়া খারাপ হচ্ছে না। তবে এখানে অনেক শীত পড়ছে। আত্রাই নদীর ওপর নৌকোয় বেশি শুটিং করতে হচ্ছে। তাই ঠান্ডা একটু বেশি লাগছে।'
তিনি আরও বলেন, 'এখানে শুটিং করতে এসে দেখছি রাস্তার দু'পাশে অনেক খেজুর গাছ। এই খেজুর রস থেকে এখানকার লোক পাটালি, ঝোলাগুড় বানায়। খেজুর রসের গুড়ের স্বাদ ছাড়া শীতকালই বৃথা। এখানকার স্বাদের খেজুরের গুড় সঙ্গে নিয়ে যেতে চাই।'
প্রসঙ্গত, নূরদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনী’ অবলম্বনে তৈরি করা হয়েছে এ সিনেমার চিত্রনাট্য। ২০১৯-২০ অর্থবছরে অনুদান পাওয়া এ সিনেমায় উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। সরকারি অনুদানের পাশাপাশি এর সহযোগী প্রযোজনায় ছিলেন ডাটা সলিউশন।
'বিলডাকিনী' সিনেমায় পার্নো মিত্রের সঙ্গে অভিনয় করছেন- মোশাররফ করিম, লুৎফর রহমান জর্জসহ অনেকেই।
এসআর/টিটি